পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭০৪ AMAAA AAAA AAAAMAMSASAMMeAMMMA AMAMAMMAAAA তৃতীয় দিনে একজন লোক এল। লে লোকটা মাকি বেজায় চালাক । সে রাজাকে জানালে, “মহারাজ, আমি আপনাকে স্বৰ্যোদয় দেখাবই দেখাব।” - রাজার আহলাদ আজ আর দেখে কে ? তিনি ঢোল পিটিয়ে রাজ্যে প্রচার করে দিলেন যে তার পরদিন সুৰ্য্য উদয় হতে দেখে সমস্ত দুঃখীপ্রজাকে রাজবাড়ীর সামনে বস্ত্র দান করবেন। সমস্ত লোকে যেন ভোর বেলাই রাজবাড়ীতে এসে হাজির হয়। লোকটা এক নতুন উপায় ঠাউরেছিল। সমস্ত রাত সে মহারাজার বিছানার কাছে বলে তাঁকে জাগিয়ে রেখেছিল। প্রথমতঃ নানান রকম গল্প করে', পরে হাসির কথা বলে’ সে রাজাকে ঘুমোতে দেয় নি । ভোর প্রায় হয়ে এসেছে। লোকটা ভাবলে, আর ভয় নেই, এইবার নিশ্চিন্তি হওয়া গেল, আধ ঘণ্টার মধ্যেই স্বৰ্য্য উঠে পড়বে । সে খালি গালি পূব দিকে তাকাতে লাগলো—আর একটু হলেই হয় ! - তার পরেতেষ্ট চতুদিক লাল রঙেতে ছুপিযে দিয়ে স্বষ্যিদেব একটুখানি উকি মার্লেন । ব্যস্, শেষকালে সে সফল হ’ল ! কিন্তু ও কি ? রাজা মশাই যে ঘুমে অচেতন ! হায়! হায় ! সমস্ত রাত্রির থাঢ়নি বুঝি পণ্ড হ’ল ! শেষের দিকে স্বৰ্য্যোয়ু দেখবার জন্তে একটু অন্তমনষ্ক হতেই রাজামশাই ঘুমিয়ে পড়েছেন। সে অনেক ডাকাডাকি করলে, “রাজা-মশাই, ও রাজা-মশাই, উঠল, এই যে স্বৰ্য্য উঠছে।” আর রাজা-মশাই! ভিনি সমস্ত রাত জেগে ছিলেন, সে দিন আরও উঠতে বেলা হ’ল। লোকটাও ডেকে ডেকে ক্লাস্ত হয়ে ঘরের মেঝের ওপর শুয়ে ঘুমিয়ে পড়লো । এদিকে রাজ্যক্ষদ্ধ লোক রাজার দান নেবার জন্যে সকাল থেকে দেউড়ীতে এসে জড়ো হয়েছে। ক্রমে বেলা বেড়ে চলল দেখে তারা উদ্বিগ্ন হয়ে উঠলে তারা আর অপেক্ষা করতে পারে না। রাজার যখন ঘুম ভাঙলে, তখন তিনি উঠে দেখেন, অনেক বেলা হয়ে গেছে। তিনি ভয়নিক বিরক্ত হয়ে প্রবাসী—ভাদ্র, ১৩২৯ [ ২২ণ ভাগ, ম খণ্ড هایی یحیی تعمیم یا مرهممیه-میسی গেলেন। তার উপরে যখন দেখলেন যে, লোকট। মেঝেয় পড়ে খুব ঘুমুচ্ছে তখন তিনি রেগে হুকুম দিলেন, “এক্ষুমি লোকটার গৰ্দ্ধান্‌ নেওয়া হোক, এত বড় আস্পৰ্দ্ধা !” সেই রাজ্যস্থদ্ধ পোকের সাম্নে বেঁধে নিয়ে গিয়ে, জন্নাদ লোকটার মুণ্ডু ফেটে ফেল্পে। সমস্ত লোক ভয়ে ভয়ে কাণ্ডটা দেখে যে যার ঘরে চলে গেল । এর পরে কে অfর সাহস করে রাজাকে সুৰ্য্যোদয় দেখাবার জন্যে জাগাতে আস্বে ? কিন্তু হাজার আস্রফির লোভ বড় কম নয়। তিন-চারদিন যেতেই কোথা থেকে আবার একজন লোক এল । রাজা-মশাই দুপুর বেলা রাজ-সভায় বসে আছেন, ভোরে উঠতে না পেয়ে রাগে তার মুখখান হাড়িপান । চারদিকে পাত্রমিত্রর চুপচাপ বসে আছে, ভয়ে কারো মুখে কথাটি নেই। সকলেষ্ট ভাবছে রাজা না জানি এইবার কার মুণ্ডট কেটে ফেলে দিতে হুকুম দেন। এমন সময়ে সেই দুঃসাহসী লোকটি এসে রাজ-সভায় দf ড়াল । সে মহারাজকে প্রণfম করে' বল্ল, “মহারাজ, আমি আপনাকে স্বর্য্যোদয় দেখাব ৷ কিন্তু আমার দু-একটা কথা রাখতে হবে।" সভার সকল লোক এ ওর মুখের দিকে তাকাতে লাঞ্ছলো। এ লোকটা কোথা থেকে এল ? এ পাগল নাকি ? না, এর মাথাটার আর োন দরকার নেই ? শুধু রাজা-মশাই বল্লেন, “কি, কি কথা?" " সে বলে, “আমি রাত্তির বেলা, আপনি ঘুমুলে, আপনার ঘরে যাবে, সে সময়ে আমায় যেন কেউ বাধা ন দেয় ।” “বেশ ।” جمہ*rیے “আর আপনাকে পূবদিকের ঘরখানাতে ঘুমুতে হবে, সে ঘরে আর কেউ থাকতে পারবে না, শুধু আপনি আর আমি থাকবে ।” “বেশ ।” “আপনার বিছানার পূব শিওরের জানালাটা খোলা থাকা চাই—4যাতে আপনি উঠেই সুৰ্য্যোদয় দেখতে পান ।” & -