পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা । দক্ষিণ নেবার সময় আমি একে-একে সকলের প্ররিচয় छूि डिाम । ধনিষ্ঠ মুছ হেসে বললে—কয়েকজনের চেহারা আমার এখনও মনে আছে, তারা কে কি করেন ?.• ••• রাজকুমার-বাবু বললেন–কি-রকম চেহারা বলে। দেখি ? - ধনিষ্ঠার বর্ণনা শুনে-শু'নে রাজকুমার-বাবু প্রত্যেক বর্ণিত্ব ব্যক্তির পরিচয় দিতে লাগলেন। —ঐ যে খুব মোটা বেঁটে মাথায় টাক... ---ই্যা হ্যা, উনি গঙ্গাধর মুখুধো, আমাদের জমানবিশ । —খুব কালো রোগী, দাত নেই, গায়ে সবুজ শাল —ইf, উনি ঈশান চাটুৰ্য্যে, আমাদের মহাফেজ। t —অfর একজনের চেহারা ঠিক মনে নেই, দক্ষিণ। দেবাৰ সম দেখলাম হাতে একটা বেশী আঙুল আছে. —ইH, উনি জমা পারালাল বাড়ুষে । ধনিষ্ঠ রাজকুমার-বাবুর দিকে মুখ ঈষৎ তুলে বললে— আর চেহারা ত বিশেষ কারো মনে পড়ছে না------ ۔6>{ی জন কেবল একখানা চাদর গ:য়ে দিখে থালিপায়ে এসেছিলেন... —ইJা ইn, উনি অনল ঘোষাল ..... —উনিই ? আপনি বলছিলেন না, যে ওঁরই বুদ্ধিপরামর্শে আমাদের জমিদারী কোর্ট অব ওয়ার্ডসের কবল থেকে মিস্কৃতি পেয়েছে ? —ই । ভারি বুদ্ধিমান বিচক্ষণ গোক । বয়স অল্প, কিন্তু খুব ভারিকি। বাহিক চেহারা যেমন স্বৰ্দ্দর, স্বভাবচরিত্রও তেমনি...... —উনি অমন সন্ন্যাসীর মতন কেন থাকেন ? —ওঁর ভাই—আমাদের বাবু-মহাক্সের থিয়েটারের সেই অনিল, যে প্রধান নায়িকার ভূমিকা অভিনয় কর্ত••• -ও ! ইনি সেই অনিলের দাদা বুঝি ? -ই্যl, নিজের দাদা নয়, বৈমাত্রেয় ভাই•••••• --অনিল এখন কোথায় ? কি কবৃছে ? --অনিল বাঙ্গালী-পণ্টনে ভৰ্ত্তি হ’য়ে যুদ্ধে গিয়েছিল ; সেরেস্থার মোহরের, নাম নষ্টচন্দ্র ২১৩ - -- -- -بہ۔ پی مم ---- S AMMSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASASMS MMMSMAAAA সেগান থেকে খবর দিয়েছে, সে কি পড়তে বিলেত যাচ্ছে ; দাদাকে লিখেছে পড়ার খরচ জোগাতে ; তাই অনল-বাবু নিজের সমস্তু খরচ যথাসম্ভব সংক্ষেপ করে ভাইয়ের জন্তে টাকা জমাচ্ছেন—শীত-গ্রীষ্মের ঐ এক পোষাক, এক থাটো কাপড় আর চাদর ; আহার দিনান্তে এক-পাকে দুটি ভাতে ভাত, কোনোদিন বা একটু খিচুড়ি । বৈমাত্রেয় ভাইয়ের জন্যে এই নিদারুণ কষ্ট স্বীকারের পরিচয় পেয়ে ধনিষ্ঠার অনলের প্রতি মন সম্বমে ও শ্রদ্ধায় পরিপূর্ণ হ’য়ে উঠল; প্রথম দৰ্শনেই যাকে ভালো লেগেছিল, যার কাছে এষ্টেট রক্ষার জন্য কৃতজ্ঞতা অন্তরে সঞ্চিত হ’য়ে ছিল বলে’ প্রথম-দর্শনের ভালোলাগা সন্ত্রম উদ্রেক করেছিল, এখন সেই ভালো লাগা শ্রদ্ধায় অভিষিক্ত হয়ে উঠল। ধনিষ্ঠ রাজকুমার-বাবুকে জিজ্ঞাসা করলে—ওঁর বাড়ীর লোকেদের খরচ চলে’ কেমন করে’ ? —ওঁর বাড়ীতে আর কেউ নেই ; বিয়ে করলে নিজের খরচ বেড়ে যাবে এবং এই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটুতে পারে ভেবে উনি কখনো বিয়ে করবেন না ঠিক করেছেন । এই সংবাদে ধনিষ্ঠার মন অকস্মাৎ কেন নিরতিশয় প্রফুল্ল হ’য়ে উঠল । সে রাজকুমার-বাবুকে জিজ্ঞাসা কবৃলে—উনি আমাদের এখান থেকে কত পান ? —পঞ্চাশ টাকা । --মোটে পঞ্চাশ টাকা । যার কাছ থেকে এষ্টেটু এত উপকার পেয়েছে তাকে এত কম দেওয়া ভালে। হচ্ছে না। ওঁকে এই মাস থেকে অন্ততঃ একশ টাকা করে দেওয়া উচিত। —বেতন একেবারে দ্বিগুণ বাড়িয়ে দিলে পুরাতন কৰ্ম্মচারীরা অসন্তুষ্ট হবে । -কেউ যদি অসন্তোষ প্রকাশ করে তাকে জানিয়ে দেবেন, পুরাতন হোক নূতন হোক এষ্টেটু র্যার কাছ থেকে বেশী কাজ পাবে তাকেই বেশী পুরস্কার দেবে। রাজকুমার-বাৰু কীর আদেশের দৃঢ়তা দেখে আর প্রতিবাদ করতে সাহস করলেন না। তিনি “আচ্ছা” বলে’ বিদায় নেবার উদ্যোগ করছেন দেখে ধনিষ্ঠা বললে—আর এক কথা । অনিলকে উনি যে কি-রকম ভালোবাসভেন তা ত আপনার জানেন ; অনিল যখন বিলেত গিয়ে