পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8లిసి

জামাদিগকে খুণি করিবার জন্য কাহারও মাথা-বাধাহষ নাই, সভৱতঃ ঔপনিবেশিকদিগকেই খুশি করিবার জন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বলডুইন সম্প্রতি র্তাহার এক বাণীতে ব্রিটিশ সামাজ্যের একটা নূতন নামের অবতারণা করিয়াছেন। তাহা, “দি কমনওয়েলথ অভ ব্রিটিশ নেগুচ্ছ " অর্থাৎ ব্রিটিশ-জাতিদিগের কমনওয়েলথ । কমনওয়েলথ, মানে এরূপ রাষ্ট্র যাহার লক্ষ্য সৰ্ব্বসাধারণের কল্যাণ । এই *चाँ गांथांब्रषडङ्ग-वर्षहे वादशङ झईय़ा चागि८ङ८छ् ; কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের একজন নৃপতি আছেন বলিয়া আমরা সাধারণতন্ত্ৰ কথাটি ব্যবহার করিলাম ন । কেবল ব্রিটিশ জাতিদিগের কমনওয়েলথ ই যদি ব্রিটিশ সাম্রাজ্য হয়, তাহা হইলে তাহাতে অব্রিটিশ ভারতের স্থান কি ও কোথায় ? লেখক তাহার পিতামহ-সম্বন্ধে একটি গল্প শুনিয়াছিল, যে, তিনি অনাথ ও দরিদ্র বালক ছিলেন বলিয়৷ কোন সচ্ছল-অবস্থার লোক র্তাহাকে পোষ্য-পুত্র লইতে চাহিয়াছিল ; তাহাতে তিনি বলিয়াছিলেন, “পরের বাবাকে বাবা বলতে পারব না"। দারিদ্র্য সেই ক্ষুদ্র মানুষটিকে বাৰ্দ্ধক্যেও ত্যাগ করে নাই, যদিও তাহার সরস্বতীর কৃপা-লাভ ঘটিয়াছিল। - কোন রাষ্ট্রীয় সুবিধার জন্য আমরা ত মিথ্যা ব্রিটিশ নাম লইতে পারিব না ; কেহ যদি দিতে চায়, তাহা হইলেও প্রত্যাখ্যান করিতে হুইবে । অবগু কেহ যে ঐ নাম আমাদিগকে দিতে চাহিতেছে, তাহা নহে। ব্রিটিশ প্রধান মন্ত্রী আমাদিগকে সম্ভবতঃ ব্রিটিশ জাতিসমূহের সম্পত্তি, তাহাদের খোয়াড়ের নরাকার গোরু-রূপে স্বাধিকারভুক্ত রাখিতে চান । তাহা হইলেও ইহা স্বীকাৰ্য্য, ষে আল্পসংখ্যক ইংরেজ এবং তদপেক্ষা অধিকসংখ্যক ভারতবাসী মনে করেন, যে, ভারতীয়দিগকে ব্রিটিশ সাম্রাজ্যের সমান অংশী করা উচিত ও করা হইবে । ব্রিটিশ সাম্রাজ্যে আমাদের সমান-অংশিত আমরা ধরিয়া লইলাম, যে, আমাদিগকে ব্রিটিশ *ाबाcबाब्र ब कभन्stइन्थद्र गभान चरनैशाब्र कब्र প্রবাসী—আষাঢ়, ১৩৩২ ی۔rr [ २०° उीर्ण, sञ थe इद्दे८द । ८कषन िइहे८ण जघांन-अरलिप षd डांशहे ७धन বিচাৰ্য্য। - প্রথমেই ত নামটাতে খট্রক্ষা লাগে। প্রত্যেক জিনিবের নাম এরূপ হওয়া উচিত, যাহাতে তাহার প্রকৃতি ঠিক বুঝা যায়। ব্রিটিশ সাম্রাজা বা কমনওয়েলথ বলিলে এমন-একটা রাষ্ট্রসমষ্টি, জাতি বা জাতিসমষ্টি বুঝায়, যাহার সবটা বা অধিকাংশই ব্রিটিশ, কিম্বা যাহার প্রভু ব্রিটিশজাতি । ব্রিটিশ সাম্রাজ্যের মোট লোক-সংখ্যা ৪৬ কোটি । তাহার মধ্যে ভারতের লোক-সংখ্যা ৩২ কোটি । এই সাম্রাজ্যের শ্বেত-অধিবাসীদের সংখ্যা ১১ কোটি । স্বতরাং প্রথম অর্থে ব্রিটিশ কথাটি এই জাতিসমষ্টির প্রতি প্রযুক্ত হইতে পারে না। সাম্য স্থাপিত হইবে, ইহা ধরিয়া না লইলে যখন সমান-অংশিত্বের কথাই উঠতে পারে না, তখন, ব্রিটিশেরা যাহাঁদের প্রভু ইহা এরূপ জাতিসমষ্টির নাম, এ-অর্থও করা যাইতে পারে না । কেবল ব্রিটিশদের অর্থে বা বাহুবলে এত-সব দেশ একছত্র হয় নাই ; স্বতরাং সে অর্থেও "ব্রিটিশ” বিশেষপটির প্রয়োগ হইতে পারে না। তা-ছাড়া, যখন সীমাঃ ই এই সম্মিলিত রাষ্ট্রের ভিত্তি করা হইবে বলিয়। ধরা যাইতেছে, তখন বিজেতার নামের ছাপে ইহা পরিচিত হইতে পারে নী । যে দেশ বা জাতির লোকসংখ্যা সৰ্ব্বাপেক্ষা অধিক, তাহার নামে এইসব রাষ্ট্রের নাম রাখিতে হইলে, নাম হয় “ভারতীয় কমনওয়েলথ * । কিন্তু এই সাম্রাজের শ্বেত অধিবাসীদের তাহাতে রাজি হুইবার বিন্দুমাত্র ও সম্ভাবন নাই । অক্ষদিকে বত্ৰিশ কোটি মানুষকে সাম্যলাভ করিয়াও বেমালুম নামহীন হইতে কেমন করিয়া বলা যায় । একটা রফা চলে বটে। ব্রিটিশেরা এত দিন প্রভুত্ব করিতেছে এবং তাহাদের পরাক্রম ও কৃতিত্বও আছে ; . অন্যদিকে আমরা সংখ্যায় খুব বেশী এবং জামাদের ঐতিহাসিক প্রাচীনতা ও গৌরবও আছে। স্বতরাং ভারত-ব্রিটিশ কমনওয়েলথ বা তন্ত্রপ একটা-কিছু নাম कणिरङ *ांदब्र । किरू देशं८ऊe cवङकांग्रtबच्च ब्राणि इहेबांब्र जखांबनी.cमधिtङहि नः ।