পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woe e মডার্ণ-রিভিউ, প্রবাসী, ভারতবর্ষ, কৃষক, প্রভৃতি কাগজে বাহির হইয়াছিল । তিনি লগুনের লিনিয়ান সোসাইট ও রয়্যাল এসিয়াটিক সোসাইটার এবং আমেরিকার জেনেটিক এসোসিয়েশুন প্রভৃতির সভ্য ছিলেন । سیاسی ایرانی শ্ৰীযুক্ত প্যারীমোচন দেব বর্শ্ব ত্রিপুরা রাজ্যের উত্তরাংশে কৈলা-সহর-নামক উপবিভাগে এক পৰ্ব্বত-শৃঙ্গে অবস্থিত উনকোটি-তীর্থ নামক প্রাচীন তীর্থ-সম্বন্ধে তিনি একটি পুস্তিক প্রকাশিত করিয়াছিলেন । মেজর বামনদাস বস্ব-প্রণীত ভারতীয় ভেষজসম্বন্ধীয় গ্রন্থের নূতন সংস্করণ বাহির করিবার নিমিত্ত উদ্ভিদবিজ্ঞান-সম্বন্ধীয় অংশে তিনি গ্রন্থকারকে সাহায্য করিতেছিলেন। ত্রিপুরা-রাজ্যের উদ্ভিদসমূহ-সম্বন্ধে তিনি একটি বৃহৎ বহি লিখিতে আরম্ভ করেন। নিজের ব্যয়ে পাহাড়েপাহাড়ে ঘুরিয়া তিনি নানা উদ্ভিদের বিস্তর নমুনা সংগ্ৰহ করেন, এবং তাহার কতকগুলি গবৰ্ণমেণ্ট কে উপহার দিয়া ংসাপত্র লাভ করেন। এই বহিটি শেষ করিয়া যাইতে পারিলে তাহার একটি কীৰ্ত্তি থাকিত । প্রবাসী—শ্রাবণ, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড সাম্রাজ্যিক প্রেস কনফারেন্সে ভারতের প্রতিনিধি অষ্ট্রেলিয়াতে ব্রিটিশ সাম্রাজ্যের সংবাদপত্রসমূহের স্বত্বাধিকারী ও সম্পাদকদিগের এক কনফারেন্স বসিবে। লগুনের টাইম্স্ কাগজ গত ৯ই জুন তারিখের সংখ্যায় খবর দিতেছেন, যে, ইহাতে বিলাতের ত্রিশ, কানাডার আট, নিউজীল্যাণ্ডের চার, দক্ষিণ আফ্রিকার চার, ভারতের দুষ্ট, এবং ব্রিটিশ ওয়েস্ট ইওঁীজের, সিঙ্গাপুরের ও মান্টার এক-এক জন করিয়া প্রতিনিধি উপস্থিত থাকিবে । ভারতবর্ষের জন্য নির্দিষ্ট সংখ্যা ত যথেষ্ট নতেই ; তাহাব উপর প্রতিনিধি হইবেন ষ্টেটসম্যান কাগজের মিষ্টাবু মূৰ্ব এবং রেঙ্গুন গেজেটের মিষ্টা স্মাইলস্ । বেসরকারী ব্যাপারে ও পরাধীন দেশের প্রতিনিধি হইবে ইংরেজ । আশা করি জেনিভায় আফিং কনফারেন্সে ক্যাম্বেল নামক মন্তৰ্য্যটির মত মিষ্টার মূর ও স্মাইল ও ভারতীয় মাতুষদেরই প্রতিনিধি বলিয়া নিজেদের পরিচয় দিবেন । বোম্বাইয়ের, কলিকাভার ও দিল্লীর সাংবাদিক সমিতিগুলি কি বলেন ? রবীন্দ্রনাথের প্রতি সরকারী নেকৃনজর গত মহাযুদ্ধের সময় বিদেশ হইতে ডাকে যাহাদের চিঠিপত্র যত আসিত, তাহা সেন্সব্লু-নামক সরকারী কৰ্ম্মচারীর অফিসে খোলা হইত এবং পরে কোন কোন চিঠি মালিককে দেওয়া হইত, কোনটা বা দেওয়া হইত না । প্রবন্ধাদি বাহির হইতে আসিলে তাঁহাদের সম্বন্ধেও এইরূপ ব্যবস্থা হইত। যাহা হউক, ইহা গবর্ণমেণ্ট বলিয়াকহিয়া প্রকাশ্যভাবে করাইতেন । যুদ্ধান্তে এখনও যে গোপনে এই কাজ হয়, তাহ অনেকেই জানেন না ও সন্দেহ করেন না । কিন্তু এই চমৎকার কাজটি যে এখনও গবর্ণমেন্টের কোন বিভাগ করিয়া থাকে, তাহার একটি কৌতুকজনক প্রমাণ সম্প্রতি পাওয়া গিয়াছে। গত ৩রা জুলাই শুক্রপার রবি-বাৰু শাস্তিনিকেতনে জামানী হইতে একটি রেজিষ্টরী চিঠি পান। তৎপূৰ্ব্বে ২৮শে জুন শাস্তিনিকেতনে ইউরোপীয় ডাক বিলি হইয়াছিল ; ঐ চিঠিখানি রেজিষ্টরী বলিয়া ২৯শে সোমবাম