পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিম ধরণী শ্রীশেরন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য হে আদি সরলা পুথি, স্বষ্টির সবুজ শতদল, গন্ধে গীতে ছন্দে রসে পূর্ণ তুমি ছিলে মা নিৰ্ম্মল! অনাদি আনন্দতচু-গন্ধ হ'তে সাকার শরীরী, অস্বরে প্রণব গান উঠেছিল তোরে ঘিরি ঘিরি । আদিম রঙীন প্রাতে আদিতোরে করি প্রদক্ষিণ, তোfর হ্যাম কটি-নৃত্যে জেগেছিল ছন্দ মঃ নবীন। অরূপ রসের কেন্দ্রে ব্রহ্মরসে দানা বেঁধে অয়ি, চিন্ময়-দুলালী তুই মৃন্ময়ে মা হলি রূপময়ী । সৌরজগতের মধুরাসনৃত্য হিন্দোল-স্বপনে, প্রথম ঝরিল মধু তোরি আদি শুামকুঞ্জবনে । স্নিগ্ধ দেহে বহে ধেত অবিরল আননের ধার, উষার কনকবন্ত চন্দ্রমার জোছনা-পাথার, ধুয়ে দিয়ে যেত নিত্য তব খাম-সবুজ প্রাঙ্গণ ; বক্ষে তব নিরুদ্বেগে ছিল ওগো নিদ্ৰাজাগরণ । বাধাবিঘ্নগ্নানিহীন তোমার শিশুর চিত্তক্ষুধা, তোমারে অখণ্ড করি করিত মা ভোগ তব স্থধ । সে আনন্দমৃধা তোর কে ভরিয়া দিল হলাহলে, কোটি পাকে আজি তুই জর্জরিত শৃঙ্খলে শৃঙ্খলে । তোর মৃত্তিকায় আজি ভোগলুব্ধ মানবের পাপে কামবহ্নি জলে উঠি ভরে দিল তোরে তাপে তাপে । অনন্ত যুগের তাপে বক্ষে তোর উড়ে অগ্নিধূলি, দগ্ধ মৃত্তিকায় তব আত্মা আজি উঠেছে আকুলি। ক্ষুধিত সস্তান কাদে অন্ত দিকে বিজ্ঞান-বিলাসী, যন্ধের মালায় বাধি করিবারে চাহে তোমা দাসী । তুষ্ট যে শক্তির কন্যা গৰ্জ্জে ওঠ আজি একবার, বক্ষে তোর ঋষিপুত্র করিয়া উঠুক হুহুঙ্কার । দন্তী তম:রাজসিক-বুভূক্ষার অনন্ত বাধন ছিন্ন হোক। বিজ্ঞানের সর্বপ্রাসী ক্ষুধা আয়োজন চূর্ণ হোক রেণু সম । খণ্ড খণ্ড ভাগ করা কাল, স্নিগ্ধ তব বক্ষ ঘেরি মহাকাশে হউক বিশাল । তোর মৃত্তিকার পরে ধৌত করি পাপতাপমানি, পুন: মা পড়ুক মন্ত্র নব শিশু আনন্দসন্ধানী । পুত্ৰকস্তা পুনঃ তোর দেবজন্ম লভি দেহে প্রাণে, জীবন-উৎসব তার মিশাক মা তব ছন্দে গানে । পুন: মাগো স্বৰ্গ হ’তে দেবদেবী মৃধাপাত্র হাতে বক্ষে তোর নেমে আসি স্মিতহাস্তে মানবের সাথে বাধুক মিলন-গ্রন্থি। আবার আস্থক শাস্তি ফিরে জড়াইয়া ধরি তব আদিম সে স্বপুরাজ্যটিরে । নদীতীরে শৈলে বনে অপসরীর পুনঃ জেগে উঠি বীণ বাঙ্গাইয়া মাগো মেলে দিক মুগ্ধ আঁখি দুটি ; তোর সৰ্ব্বদেহ পরে খুলে ধাক বৈকুণ্ঠের দ্বার, জরা মৃত্যু জয় করি পুত্র তোর দাড়াক আবার ;. গীতে গন্ধে সারা স্বষ্টি করিয়ু উঠুক গুঞ্জরণ, মুক্ত হয়ে খুলে যাক বক্ষে তোর অবাধ জীবন। রঙীন সে স্বপুরাজ্যে দাড়া মা আবার কাব্যময়ি, স্বষ্টির সকল মধু বক্ষে তোর ঝরে যাক অয়ি । মা তোর আদিম গেহে ভেঙে যাক সকল বঁtধন, অসীম জীবনে পুনঃ মাতা পুত্রে হোক আলিঙ্গন। కs*==