পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

腳 so 璽酚 جیباً تمے کی تاتا =Eణాషా !!!!!!! 'ಕ್ತಿ “নিপীড়িত জাতিসমূহের কংগ্রেস” গত ৯ই হইতে ১৬ই ফেব্রুয়ারী অবধি বেলজিয়ামের রাজধানী ব্রুসেলস্ নগরীতে জগতের সকল "নিপীড়িত° জাতির প্রতিনিধিদিগের একটি মহাসভার অধিষ্ঠান হইয়া গিয়াছে । জগতের প্রায় শত কোটি অধিবাসী নানান প্রকারে দাসত্বশৃঙ্খলে আবদ্ধ আছেন। ইতিহাসে এই সৰ্ব্বপ্রথম এসকল “নিপীড়িত” ব্যক্তিদিগের প্রতিনিধিগণ মিলিত হইয়া নিজেদের মুক্তির বিষয়ে আলোচন। করিলেন। প্রায় দুই শত প্রতিনিধি উপস্থিত ছিলেন ; এবং কংগ্রেসের ফলে অন্তর্জাতিক নিপীড়ন-নীতির সারিয়ার এমৃ বস্তৃত্ব উচ্ছেদ সাধনের জন্য একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠিত হইয়াছে । * কংগ্রেসের উদ্বেশ্বের সহিত ধাহাজের সহানুভূতি আছে, তাহাদিগের মধ্যে বার্ট্র ও রাসেল, অধ্যাপক আইনষ্টাইন, অঁরি বারবুঞ্জ, রম্য রল , স্বন-ইয়াং-সেনের পত্নী, মহাত্মা গান্ধী તાર્દિ নাম উল্লেখযোগ্য। মহাত্মা গান্ধী কংগ্রেসের সভ্যদিগকে যে পত্র পাঠাইয়াছিলেন, তাহাতে তিনি লিখিয়াছিলেন, “প্রিয় বন্ধুগণ, উপনিবেশবাদ ও নিপীড়ন-নীতির বিরুদ্ধে যে