পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8¢३ প্রবাসী—আষাঢ়, ১৪৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড জাভার ডচ শাসন কিরূপ জাভার ডচ, গবন্মেন্টের দ্বারা রবীন্দ্রনাথের নিমন্ত্রণ ও তাহার তাহা গ্রহণের সংবাদ মিথ্যা বলিয়া প্রকাশ করিতে আমরা কেন ব্যগ্র হইয়াছিলাম, তাহা একটু খুলিয়া বলা দরকার। ডচ জাতি সাম্রাজ্যাধিপতি শাসকশোষক জাতি । তাহারা পৃথিবীর লোককে নানা উপায়ে এই মিথ্যা কথা জানাইতেছে, যে, তাহাদের প্রবর্তিত উপনিবেশশাসনপ্রণালী পৃথিবীর মধ্যে আদর্শস্থানীয় ও শ্রেষ্ঠ। কিন্তু সত্য এই যে, তাহাজের অধীনস্থ জাভা স্বমাত্রাদির অধিবাসীরা নিজেদের দাসত্ব ও দুর্দশার উচ্ছেদ সাধনের জন্ম গত বৎসর বিদ্রোহী হইয়াছিল। এই স্বাধীনতা-লাভ-চেষ্টা আপাততঃ ব্যর্থ হইয়াছে। তাহার পর প্রায় দুই হাজার “বিপ্লবপ্লয়াসী” কারারুদ্ধ হইয়াছে ;–পশ্চিম স্থমাত্রায় ৭০০, জাভায় ১৩০ • । জাভার ডচ আইন অনুসারে বিচার হইলে ইহারা দণ্ডিত হইতে পারিত না ; তথাপি তাহাদের শাস্তি হইয়াছে। আমাদের দেশে যেমন গবন্মেণ্ট বিনা বিচারে ৩নং রেগুলেগুন ও বেঙ্গল অর্ডিন্যান্স অনুসারে নিজেদের ইচ্ছ। ও প্রয়োজন অনুসারে লোকের স্বাধীনতা হরণ করিতে সমর্থ, জাভাতেও তেমনি তথাকার ডচ গবর্ণর জেনার্যাল, যাহাদের দ্বারা “দেশের শাস্তি ও শৃঙ্খল” অর্থাৎ বিদেশীর শাসন ও প্রভুত্বের অনিষ্ট বা বিনাশ ঘটবার আশঙ্কা করেন, তাহাদিগকে বিনা বিচারে নির্বাসিত করিতে পারেন। সেই জঙ্ক প্রায় ৮•• লোককে (ঠিক সংখ্যা জানা নাই ) নিউগিনি দ্বীপের একটা নরমাংসভোজী অসভ্য লোকদের আধুষিত ম্যালেরিয়া-পূর্ণ অংশে নিৰ্ব্বাসিত করা হইয়াছে। অনেকের প্রাণদণ্ড হইয়াছে। কতকগুলি লোককে কুসা-কাম্বাজানে ডাকাত ও নরহস্ত। কয়েদীদের সঙ্গে জেলে বন্ধ করিয়া রাখা হইয়াছে। অন্য অনেকের ১০ হইতে ২০ বৎসরের কারাও झहेब्राप्छ् । জাভা, স্বমাত্র প্রভৃতির “বিদ্রোহী’র। ইহা সত্বে s झभिब्रा शांग्र नाँहे, व मिब्रां* श्घ्र नाहे । ऊांशद्र यान করে, এই বিফল চেষ্ট হইতে শিক্ষালাভ কৰুি ডাহার ভবিষ্যতে আরও শৃঙ্খলার সহিত ও যথেষ্ট আয়োজন করিয়া কাজ করিতে সমর্থ হইবে, এবং স্বাধীনতা লাভ করিতে পারিবে । ডচ দের অত্যাচারের কাহিনী জানিয়া শুনিয়া ডচ, গবন্মেণ্টের নিমন্ত্রণ গ্রহণ করা রবীন্দ্রনাথের পক্ষে অসম্ভব। কিন্তু আমরা পেশাদার সাংবাদিক হওয়া সত্বে ও পৃথিবীর অনেক গুরুতর খবর সম্বন্ধে যখন অজ্ঞ, তখন অনেক খবর রবীন্দ্রনাথের অজ্ঞাত থাকা কিছুই আশ্চর্য্যের বিষয় হইবে না, এই ভাবিয়া তাহার জাভা যাত্রা সম্বন্ধে ঠিক খবর জানিবার চেষ্টা করিয়াছিলাম, এবং জানিয়া তৃপ্ত হইয়াছি, যে, ডচ শাসনতন্ত্রের সহিত র্তাহার ভারতীয় দ্বীপপুঞ্জ দর্শনের কোন সম্বন্ধ নাই । শশীমোহন দের অব্যাহতি শ্ৰীহট্ট জেলার ফয়েজ উদ্দীন নামক একটা দুরাত্মা অনেক নারীর সর্বনাশ করিয়াছিল। শেষে পবিত্রা পাটনী নামী এক দৃঢ়প্রতিজ্ঞ যুবতী বধূর সতীত্বনাশ করিতে গিয়া সে নিহত হয় । তাহার হত্যার অপরাধে শশীমোহন দে নামক একজন আঠার বৎসরের বালক এবং তাহার তিনজন সঙ্গী দায়রা সোপর্দ হয়। বিচারে তাহারা সম্পূর্ণ অব্যাহতি পাইয়াছে। ইহা সাতিশয় সন্তোষের বিষয়। নারীর সতীত্ব নাশে চেষ্টিত দুরাত্মার প্রাণবধ করিয়াও নারী রক্ষা একান্ত আবগুক পুণ্যকৰ্ম্ম । ইহার জন্য শাস্তির পরিবর্ভে পুরস্কার হওয়াই উচিত। বঙ্গের সর্বত্র খড়গবাহাদুর ও শশীমোহনের আবির্ভাব আবশ্বক হইয়াছে। বঙ্গে নারীনির্ম্যাতন অস্তঃপুরে ও ঘরের বাহিরে নারীনির্ধ্যাতন অবিরাম চলিতেছে। হিন্দু মুসলমানকে, মুসলমান হিন্দুকে দোষ निम्नां निकिरु श्बांद्र ८sछेॉम्न श्रां८छ् । किरू निईjांठन বন্ধ করা প্রকৃত কাজ। তাহার চেষ্টা যথেষ্ট পরিমাণে হইতেছে না। বাংলা দেশে এত পণ্ডপ্রকৃতির মান্থব, এত ভাক কাপুঞ্জব আছে ভাবিয়া লজ্জার মাথা হেট হইয়াই আছে । উৎপীড়িত, অত্যাচরিতা, ধর্ষিতা