পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] স্যাকুল আৰ্ত্তনাদ, ইহার মূলে রহিয়াছে ইচ্ছাশক্তির অভাব বা অশিক্ষিত ভাব । শিক্ষিত ইচ্ছা-শক্তি মানুষকে তেমনি করিয়াই ক্ষমতাশালী ও অপরের মনের উপর প্রভাবাপন্ন করিয়া তোলে যেমন করিয়া শিক্ষিত-মাংসপেশী কুস্তিগির বা যুযুৎস্ক-যোদ্ধা অকাতরে অপরের উপর শারীরিক প্রভাব বিস্তারে সক্ষম হয়। আমাদের শিক্ষা অনুসারে চলিলে আপনি বর্তমানে যতই পরনির্ভরশীল, কাপুরুষ ও অপরের উপর প্রভাবহীন হউন না কেন, তিন মাসের ভিতর আপনার কথায় লোকে উঠিবে বসিবে, আপনার চোখের চাহনির সম্মুখে উদ্যত-ছোরা গুণ্ডাও হটিয়া যাইবে, অদম্য আত্মনির্ভরশীলতা আপনাকে উন্নতির সৰ্ব্বোচ্চ শিথরে আসীন করিয়া দিবে। “এ শক্তি লাভের জন্ত আপনাকে কিছু থাইতে হইবে না, কিছু ধায়ণ করিতে হইবে না। নিছক মানসিক শক্তির উপযুক্ত ব্যায়ামের দ্বারা আপনি দিনে দিনে অধিক হইতে অধিকতর শক্তিশালী হইয়া উঠিবেন। “এ শক্তি আপনার ভিতরেই আছে। আমরা মাত্র তাহাকে জাগ্ৰত করিয়া তুলিব । "নীচের ঠিকানায় পত্র লিখুন— ঐ প্রভাবানন্দ স্বামী পোষ্ট বক্স ৩৩১৩, কলিকাতা ।” পিতোমবাবু ভাবিলেন, “কি আশ্চর্ঘ্য ; আর আমি একটা সামান্ত নারীর দ্বারা উৎপীড়িত হয়ে কি করব ত৷ ভেবে কুল পাচ্ছি না ! কালই আমি স্বামীজিকে চিঠি লিখে সব ঠিক করে ফেল্ব।” গভীর রাত্রে ঘরের দরজা খুলিয়া স্বভাষিণী দেখিলেন, তাহার স্বামী অঘোরে নিজা দিতেছেন। মুখ তাহার কি একটা বিজয়ানদের আলোকে উদ্ভাসিত। স্বভাষিণী মনে মনে বলিলেন, “মঙ্গের এমনই গুণ বটে। পেটে ভাত পড়েনি একটাও, ঘুমের ঘোরে মুখ করেছে যেন ওঁকে কে লাটের গদিতে বসিয়ে দিয়েছে।” ( в ) প্রভাবানন্দ পিতোম্ববাবুকে লিখিলেন,

    • ञां★नि ८श भांभां८क १ण जि१िब्रांरश्न उiशग्न छछ

و سه رن ۹ পীতাম্বর সাণ্ডেল 4ጓጓ আপনাকে আমি সপ্রশংস সম্ভাষণ করিতেছি । আপনি এই পত্র লিখার সঙ্গে-সম্বেই শক্তিলাভের পথে অনেক দূর । অগ্রসর হইয়াছেন। “এখন আপনাকে বলি, ইচ্ছা-শক্তি কি । “আমরা যখন সজ্ঞানে কোন ইচ্ছা প্রকাশ করি বা কোনোরূপ ইচ্ছানুসারে কার্য্য করি তখন একথা আমরা কদাচ মনে করি না যে, আমাদের জ্ঞানের অন্তরালে কোন কিছু আছে যাহার উপর আমাদের কার্ষ্য বা ইচ্ছা কোনরূপে নির্ভর করে। বস্তুত্ত আমাদের যে মন তাহার মধ্যে সজ্ঞানতার ক্ষেত্র অতিশয়ই স্বল্প-পরিসর। আমাদের যে অনভিব্যক্ত-অনহভূত মনঃক্ষেত্র তাহা সৰ্ব্বদাই আমাদের সজ্ঞান চিন্তা ও কাৰ্য্যকে নানাভাবে প্রভাবিত করিতেছে। যে ব্যক্তি বহুকাল কোন কাৰ্য্য সম্বন্ধে কোন এক প্রকার মনোভাব পোষণ করিয়াছে সে যদি কখনও জোর করিয়া তাহার বিপরীত কিছু করিতে যায়,তাহা হইলে সজ্ঞানতার ক্ষেত্রে তাহার সেইরূপ কাৰ্য্য করিবার ইচ্ছ। থাকিলেও সে তাহা করিতে পারিবে না ; কারণ তাহার মনঃক্ষেত্রের প্রত্যেক আপাত অনচুভূত প্রান্ত হইতে সে বিপরীত দিকে আকৰ্ষিত হইবে । এইজঙ্ক সজ্ঞানে কোনো প্রকার কার্য চিন্তা বা ব্যবহার উত্তমরূপে করিতে হইলে সৰ্ব্বাগ্রে আমাদের সমগ্র মনঃক্ষেত্র উপযুক্তরূপে প্রস্তুত করা éz८धोंछन । “আপনি যদি অপরের ইচ্ছাশক্তির বিরুদ্ধে সংগ্রাম করিতে অক্ষম হ’ন, তাহার কারণ এই যে, আপনি আজন্ম কাল সজ্ঞানে ও অজ্ঞানে এই ধারণাই মনে পোষণ করিয়া আসিয়াছেন যে, আপনি অপর হইতে অধম। এ মনোভাব আপনাকে দূর করিতে হইবে। 橡 豪 * 碌 “আপনি পত্রোওরে ১৩॥• টাকা অামায় পাঠাইলে আপনাকে আমি মংলিখিত পুস্তক “অদ্ভুত ইচ্ছাশক্তি" পাঠাইয়। দিব। পুস্তকাস্থগত নির্দেশ অমুসারে কার্য্য করিলেই আপনি ক্রমে ক্রমে প্রবল ইচ্ছাশক্তি লাভ করিয়া পৃথিবীকে পদতলে জানিতে পারিবেন।” পিতোমবাবু অবিলম্বে নিজের ঘড়িটি বদ্ধক স্থি। ১৫২ সংগ্ৰহ করিয়া স্বামী প্রভাবানদৰে টাঙ্ক পাঠাইছা ছিলেন।