পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায় ( २ ) ত্রয়োদশ শতাব্দীর শেষে উত্তর ভারতের প্রাচীন সভ্যতা শক্রর আক্রমণে বিধ্বস্ত হইল। এই সকল আক্রমণ বহুপূৰ্ব্বকাল হইতেই এদেশের সীমান্ত প্রদেশ সকলে আরম্ভ হইয়াছিল। কিন্তু তাহা এতকাল so o :* ,リや} לכל J )、や・ প্রাচীন বৌদ্ধযুগের হার । কেবলমাত্র লুণ্ঠন বা সাময়িক বিজয়ে পরিণত হইত। এদেশে শক্র কর্তৃক স্থায়ীভাবে রাজত্ব স্থাপনের চেষ্টা ত্রয়োদশ শতাব্দীতে সফল হইল। পৰ্ব্বতের অন্তরালে স্থিত উত্তর ভারতের কয়েকটি জনপদ ভিন্ন প্রায় অন্ত সকল স্থানেই হিন্দুরাজত্বের উচ্ছেদ সাধিত হইল । সুতরাং উত্তর ভারতের সকল প্রকার শিল্পের অবনতিও সেই সময় হইতে আরম্ভ হইল। এই অবনতির এক কারণ এই যে, হিন্দু-শিল্পের ও ললিত কলার অধিকাংশ উৎকৃষ্ট নিদর্শন ঐ সময় লুষ্ঠিত, নষ্ট ও ধ্বংসপ্রাপ্ত হয় ; সুতরাং পরবর্তী যুগের শিল্পীর সম্মুখে আদর্শরূপে কিছুই ছিল না। অবনতির অন্য কারণ এই যে, প্রাচীন হিন্দুরাজন্তবর্গের বিনাশের সঙ্গে সঙ্গে শিল্পীর উৎসাহদাতৃবর্গও লোপ পাইল । যাহার। পুরাতনের উচ্ছেদ করিয়া নূতন রাজত্ব স্থাপন করিল, তাহাদের লুণ্ঠন ও বিনাশের শক্তিই প্রবল ছিল . শিল্পে উৎসাহদান করিবার, বা তাহাতে নূতন ধারা আনিবার মত সভ্যতা, রুচি বা ধোগ্যতা, কোনটাই তাহাদের ছিল না । ইহার ফলে উত্তর ভারতের গহনায়ু ক্রমে পরিকল্পনাবৈচিত্র্য, গঠন-লালিত্য, কারুকার্য্যের সৌন্দয্য ইত্যাদির দারুণ অভাব ঘটিতে লাগিল । ক্রমে হিন্দু গহনাশিল্পে আদিমযুগের দোষসকল ধীরে ধীরে ফিরিয়৷ আসিল । শিল্পিগণও উৎসাহদাতার অভাবে কেবলমাত্র tনয়োগসাধকে ( Order Supplier ) পরিণত হইল । ফলে উপকরণের মূল্যই গহনার বিচারের একমাত্র নিবযরূপে গৃহীত হইল এবং গহনাধারণে বাহুল্যদেব ও গহনার আয়তনে বিপুলত ইত্যাদি দোষ পুনৰ্ব্বার দেখা দিল্প । যে ভারতীয় শিল্পের উদ্বোধন সভ্যজগতের আদিম শৈশবকালেই সাধিত হয়, খৃঃ প্রথম শতাব্দীতেই যাহার উৎকর্ষ এরূপ উচ্চস্তরে উপনীত হয়, যে তাহার খ্যাতি স্বদূর গ্রীস ও রোমেও প্রচারিত হয়, এবং খৃঃ সপ্তম হইতে জুয়োদশ শতাব্দী পৰ্য্যস্ত যাহার পূর্ণ বিকাশ, এইরূপ সৰ্ব্বাঙ্গীন সৌন্দৰ্য্যপ্রতাযুক্ত ছিল যে কলকৌশলে, শিল্পচাতুৰ্য্যে বা কল্পনাবৈচিত্র্যে তাহার