পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃእæ পাওয়া যায়। দাক্ষিণাত্যের স্ত্রীলোকের গহনার মধ্যে মামুচি, কর্ণের গহনার বিষয়ে বিশেষ কিছু বলেন নাই ; এইমাত্র বলিয়াছেন যে, কর্ণের ছিদ্র অতি বৃহৎ (বোধ হয় বৃহৎ কুণ্ডল ধারণের জন্য )। গলদেশে নানা প্রকার হার, পীয়ে মণিযুক্ত অলঙ্কার এই কয়টির কথা মাত্র তিনি বলিয়াছেন, নাসিকার গহনার উল্লেখ করেন নাই । অল্পবয়স্কাদিগের গহনার মধ্যে কটিদেশে হার, গুলুফে মুদুর ও পদাদুলীতে আংটি ইহার কথাও তিনি বলিয়াছেন । দিল্লী রাজপ্রাসাদের অস্তঃপুরবাসিনীদের গহনার বর্ণন মাহুচি অপেক্ষাকৃত সম্পূর্ণভাবে দিয়াছেন। কিন্তু সে-বর্ণনার সত্যাসত্য বিচার করা কঠিন, কেন না বর্ণনার কিছু পরেই তিনি যাহা বলিয়াছেন তাহাতে স্পষ্ট বুঝা যে, সেই মহিলাদিগকে তিনি স্বচক্ষে দেখিয়াছিলেন ন সম্মেহ । তবে বোধ হয় তাহার বর্ণনা কতক অন্তান্ত জুলাকদিগের গহনা দেখিয়ু এবং রাজপ্রাসাদের বঁাদিfর নিকট শুনিয়া লিখিত। বর্ণনা এইরূপ যথা— তাহারা দুই স্বন্ধে তিন ছড়া করিয়া মুক্ত ও গলাবন্ধের (sri) আকারে গঠিত মণিহার পরেন। কণ্ঠ হইতে G*È (lower part of the stomach) offw অবস্বত, তিন হইতে পাচ ছড়া মুক্তার হার, তাহারা সচার ব্যবহার করেন । সিথিতে এক থেকে মুক্ত। নৃপতি তিরমপ্লের স্ত্রীর সম্মুখে পরিস্থিত চন্দ্রহার, মাদুর ཨཱ“ཨ་ཧ། নাসিকায়ও গহনা আছে । ও তাহার সহিং সংলগ্ন চন্দ্র, স্বর্ঘ্য বা তারার আকারে গঠিত গহন পরিহিত হয় । এই গহন অতিশয় মানানসই। র্তাহার দক্ষিণ পাশ্বে একটি ছোট গোলাকৃতি গহনা (boucle—buckle)—যাহাতে দুইটি মুক্তার মধ্যে একটি