পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] তারিখে এতদেশবাসীদের ইংরাজী ভাষায় পাশ্চাত্য সাহিত্য ও বিজ্ঞান শিক্ষা সম্বন্ধীয় গভর্ণমেণ্ট অর্ডার । তাহার এই সৎকার্য্যের মূলে রাজা রামমোহন রায়, সার চালর্স ট্ৰেভেলিয়ান, লর্ড ম্যাকলে ও রেভারেও আলেকজাণ্ডার ডফ এই কয়জন ছিলেন । ইহঁাদের পরামর্শ ও চেষ্টা না থাকিলে তাহার পক্ষে এইসকল কাৰ্য্য কর। সম্ভব স্তষ্টত কি না সন্দেহ । কলিকাতা মেডিক্যাল কলেজ তাঙ্গার দ্বার স্থাপিত হইবার পরে ঐরূপ অদ্যান্ত কলেজ ও স্থাপিত হয়। যেসকল শিক্ষাপ্রতিষ্ঠান এদেশের শিক্ষা ও উন্নতির পথের কুসংস্কারমূলক বাধা-বিপত্তি উচ্ছেদ করিয়াছে তাতাদের মধ্যে অন্ততম এইসকল মেডিক্যাল কলেজ । ইহাদের জন্যই এদেশীয় ছাত্রেরা শবব্যবচ্ছেদ আরম্ভ করে ও ইহাদেরই দরুন বিদ্যাশিক্ষার্থে সমুদ্রপথে বিদেশ-যাত্রারও সূচনা হয় । দ্বারকানাথ ঠাকুর মহাশয় প্রথম বার বিলাত-যাত্রার সময় দুইজন মেডিক্যাল কলেজের ছাত্রকে নিজের খরচে বিলাতে লইয়া যাইয়া শিক্ষাদান করিতে চাহেন। কিন্তু সেইবার কেহই তাতার প্রস্তাবে রাজী হয় নাই । তিনি দ্বিতীয় বার ঘাইবার সময়ও পুনৰ্ব্বার ঐ প্রস্তাব করেন। ডাঃ মুয়াট ( Dr. Mouat ) মেডিক্যাল কলেজের সমবেত ছাত্রবৃন্দের সম্মুখে এই প্রস্তাবের কথা বলেন ও সঙ্গে-সঙ্গে এইরূপে বিদ্যালাভের মুফল সম্বন্ধেও বিশেষভাবে আলোচনা করেন। ফলে, তিনজন ছাত্র বিনাসৰ্বে বিদেশ যাত্রীর জন্ত অগ্রসর হয়েন । ইহার পর ঐ কলেজের প্রফেসর ( Dr. Goodeve ) গুডিভ কয়েকটি সৰ্ত্তে ঐ ছাত্রদের অভিভাবকরূপে সঙ্গে যাইতে ও আরো একজন ছাত্রের খরচ জোগাইবার ভার গ্রহণ করিতে চাহেন। গভর্ণমেণ্ট তাহার সৰ্ত্তে রাজী হওয়ায় তিনি আরও ৭৫০০ টাকা সংগ্রহ করেন। এই টাকার অৰ্দ্ধেকের উপর মহামহিম বাংলার নবাব নাজিম মহোদয় দান করেন । ১৮৪৫ খৃষ্টাব্দের ৮ই মার্চ প্রফেসার গুডিভ ও ঐ চারি জন ছাত্র বেন্টিঙ্ক ষ্টীমারে বিলাতযাত্রা করেন। এই চিত্রে উক্ত চারিজনের প্রতিমূৰ্ত্তি ও স্বাক্ষর হিন্দু বিদ্যার্থী fo ہبbہ রহিয়াছে। তাহাদের নাম, ধাম, বৃত্তান্ত নিয়ে লিখিত হইল । (১) স্বৰ্য্যকুমার ( গুডিভ } চক্রবর্তী। ইনি ঢাকার বিক্রমপুর পরগণায় কোমুখী গ্রামে ১৮২৫ (?) খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ছয় বৎসর বয়সে, পিতৃমাতৃহীন অবস্থায়, তিনি এক আত্মীয়ের আশ্রয়গ্ৰহণ করেন । গ্রামের পাঠশালায় বাংলা, সংস্কৃত ও পারসী ভাষা শিক্ষা করার পর ১৩ বৎসর বয়সে তিনি ইংরাজী শিক্ষা আরম্ভ করেন, কিন্তু আত্মীয়েরা আর সাহায্য করিতে রাজী না হওয়ায় তাহাকে শিক্ষায় সাহায্য দানের পরিবর্তে, এক ভদ্রলোকের পাচক রূপে নিযুক্ত হইতে হয়। সেখানে সুবিধা না হওয়ায় ১৭ বৎসর বয়সে তিনি কলিকাতায় আসিয় মিঃ আলেকজাণ্ডার নামক এক সিবিলিয়ানের শরণাপন্ন হয়েন এবং তাহার সাহায্যে ১৮৪৩ খৃঃ কলিকাতা মেডিক্যাল কলেজে প্রবেশ করেন। দুই বৎসর পর তিনি বিলাত যাত্রা করেন। বিলাতে লণ্ডন য়ুনিভার্সিটি কলেজে চার বৎসর অধ্যয়নের পর তিনি ঐ বিশ্ববিদ্যালয়ের এমৃ-বি, ও এম্-ডি, দুই পরীক্ষার উত্তীর্ণ হয়েন এবং ইংলণ্ডের কলেজ অব সার্জন এর zio, viors of (Member of the College of Surgeons of England ) afsité, fifii ārātatt-la নান পেশ ভ্রমণ করিয়া বিশেষ শিক্ষা লাভ করেন । তাহার বিলাতের শিক্ষকগণের চেষ্টায় ও প্রশংসাবাদে গভর্ণমেণ্ট তাহাকে এদেশে ফিরিবার পর মেডিক্যাল কলেজে এসিষ্টাণ্ট ফিজিসিয়াল পদে নিযুক্ত করেন। ক্রমে ১৮৫৪ খৃঃ তিনি অস্থায়ী প্রফেসার ( মেটিরিয়া মেডিকা ও ক্লিনিকাল মেডিসিন ) পদলাভ, ও ১৮৫৫ খৃঃ বিলাতে যাইয়া এমিষ্টাণ্ট সার্জন্‌সি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করিবার ফলে, ১৮৫৭ খৃঃ অস্থায়ী সাধারণ প্রফেসার পদে নিযুক্ত হয়েন। নয় বৎসর অস্থায়ী প্রফেসার থাকার পর ১৮৬৬ খৃঃ তিনি স্থায়ীরূপে ঐ পদে প্রতিষ্ঠিত হয়েন । তিনি ১৮৪৯ খৃঃ খৃষ্টধৰ্ম্ম গ্রহণ ও উক্ত ধৰ্ম্মমতে এক মহিলার পাণিগ্রহণ করেন। ডাঃ গুডিভ তাহাকে সম্প্রদান করায় তিনি তাহার নাম গ্রহণ করেন। ১৮৭০ খৃঃ স্বাস্থ্যের জন্য র্তাহাকে পুনৰ্ব্বার বিলাত যাত্রা করিতে হয়। এবং সেইখানে লগুনসহরে ১৮৭৪ খৃঃ ২৯শে