পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] নাম, রাজকাৰ্য্য পরিচালনের ব্যবস্থা, মন্ত্রী পরিবৎ প্রভৃতি একটু লক্ষ্য করিলেই দেপা যাইবে ভারতবর্ষ এষ্ট দ্বীপগুলির প্রত্যেকটির সীমার মধ্যে আপনার সুবৃহৎ রূপকে এক এক বৈশিষ্ট্যপূর্ণ মূৰ্ত্তি দান করিয়াছিল। কিন্তু, বৃহত্ত্বর ভারতের ইতিহাসে রাজ ও রাজবংশের ইতিবৃত্ত নিতান্তই তুচ্ছ । রাজা বা রাজবংশ পুস্তত্ত্বর ভারতের গৌরবময় ইতিহাসকে সঞ্জীবিত করিয়। রাপে নাই-- পাপিয়াছে শিল্পী ও কবি, পুরোষ্ঠিত ও প্রচারকেরা {হার সঠি) কোলে বুহু স্তুর ভারত রচনা করিয়া তাহার মধ্যে আধুনিক কাঠ-খোদাই-চিত্র bペ> প্রচার করিয়াছে ভারতের ধৰ্ম্ম ও সাধনা, শিখাইয়াছে ভারতের ভাষা ও সাহিত্য, গড়িয়াছে মূৰ্ত্তি ও মন্দির। ধৰ্ম্ম ও সাধনার ইতিহাস, ভাষা ও সাহিত্যের ইতিহাস, মূৰ্ত্তি ও মন্দিরের ইতিহাসই বৃহত্তর ভারতের ইতিহাস। জাভা, কুমাত্র ও বালিদ্বীপে বৃহত্তর ভারতের ইতিহাস অপূৰ্ব্ব সমুদ্ধি লাভ করিয়াছিল— কাহিনী ইতিহাসের আর-এক বিস্তত সেক্ট সেই সত্য সে-সমুদ্ধির অধ্যায় ! তু

  • বৃহত্তর ভারত-পরিষদে পঠিত ।

আধুনিক কাঠ-খোদাই-চিত্র (Wood-cuts) শ্ৰী নীরদচন্দ্র চৌধুরী ও শ্রী সজনীকান্ত দাস পাশ্চাত্য ইয়োরোপীয় শিল্পকল। তন্ত্ৰত শিল্পীদের অদম। উৎসাহ ও প্রবল প্রাণশক্তির প্রভাবে দিনে দিনে সমৃদ্ধ কষ্টয়া উঠিতেছে । শিল্পকলাব অন্যান্স বিভাগের মত প্রাচীন কাঠ-খোদাই-চিত্র-পদ্ধতির ও যেন পুনৰ্জ্জন্ম ঘটিয়াড়ে । মাত্র গত কয়েক বৎসরের মধ্যে চিত্রশিল্পেব এই বিশেষ বিভাগটি চরম উৎকর্ষ লাভ করিয়াছে বটে, কিন্তু কাঠ-পোদাই-চিত্র-পদ্ধতির বহুদিনের । প্রাচ্য চীন দেশেই কাঠ-পোদাইয়ের প্রাচীনতম নমুনা আবিষ্কৃত হইয়াড়ে। ধ্যানমগ্ন বুদ্ধের একটি কাঠ পোদাই-চিত্র স্তার আউরেল ষ্টাইন তুন-হুয়াঙ-এ আবিষ্কার করিয়াছেন। শিল্পবিদের অনুমান করেন সম্ভবতঃ এই চিত্রটি খৃষ্টীয় নবম শতাব্দীতে খোদিত । ইয়োরোপের কাঠ-খোদাইয়ের যে ইতিহাস পাওয়া যায় তাঙ্গতে প্রমাণিত হয় যে, খৃষ্টায় পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভ ভাগে ইহা ইয়োরোপে প্রবর্তিত হয়। চীনা শিল্পীরা এ-বিষয়ে ইয়োরোপীয় শিল্পীদের গুরু কি না তাত নিশ্চয় করিয়া বলা কঠিন। তবে কাঠ-খোদাইচিত্র-পদ্ধতির ক্রমপরিণতি প্রাচ্য ও পাশ্চাত্য দুই পৃথক إنه سسسسيين ما نلا ইতিহাস ভূপণ্ডে সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত হইয়াছে। প্রাচ্যভূপণ্ডের পূৰ্ব্বসীমাস্তে বহু শতাব্দী ধরিয়া এই শিল্পের অস্তিত্ব

  • नः क्रिज । भांनिंद्र cजन कटेब्र कईक cषांमिठ । আনাতোল ফ্রাসের কোনো পুস্তকের জন্ত প্রস্তুত