পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-વb প্রয়োগের পর সমস্ত জমী রৌপ্যপাত দ্বারা আচ্ছাদিত করিয়া অঙ্কিত অংশ নানারূপ তৈলবণ দ্বারা রঞ্জিত করা হয় | জমী ও আলেখ্য মধ্যে গিন্টী ও কাচখণ্ড প্রয়োগ দ্বারা বর্ণের ঔজ্জ্বল্য বৰ্দ্ধন করা হয়। ভারতীয় লেপ-চিত্রাঙ্কণ । সিন্ধু প্রদেশ । চীন ও জাপানের লেপ কারুকার্য্যের অন্যতম উপাদান উরুশি (Rhus Wernicifera) নামক বৃক্ষের নির্য্যাস। এই নিৰ্য্যাস তাহারা ঐ বৃক্ষের কাও, শাখা ও প্রশাখা, সকল অংশ হইতেই পায়। তাহা কৰ্ত্তনক্ষত (incision) হইতে নির্গত হয়। ভিন্ন ভিন্ন অংশ হইতে বিভিন্ন সময় ও আহরণপ্রক্রিয়ায় প্রাপ্ত নিৰ্য্যাসের গুণের যথেষ্ট প্রভেদ হয়। উরুশি নিৰ্য্যাস সংগ্রহের পরে তাহ নানা প্রক্রিয়— যথা হীরাক, টুংতৈল, সিরকা (vinegar) ইত্যাদি প্রয়োগ—দ্বারা শোধিত ও গুণযুক্ত করা হয়। ইহা দ্বারা প্রবাসী—আশ্বিন, ১৩৩৪ [ ২৭শ ভাগ, ১ম খণ্ড উক্ত নিৰ্য্যাস বিভিন্ন পরিমাণে স্বচ্ছতা, তারল্য, ঔজ্জ্বল্য ইত্যাদি গুণ প্রাপ্ত হয় । জাপানী শিল্পী প্রথমে অতি যত্নের সহিত কাঠ বাছাই করে। কঠিন, সূক্ষ্মঙ্গাশ, ব্ৰণহীন, নিৰ্ম্মল কাঠের তক্তা বা খণ্ড প্রথমে অতি যত্নের সহিত কৰ্ত্তিত ও সংযোজিত হয় । তাহার পর শোধিত উরুশি নিৰ্য্যাসের সাহায্যে ঐ কাঠগাত্রের সহিত একখণ্ড মিহি ঠাসবুনন ক্ষৌমবস্ত্র (linen) সংলগ্ন করা হয় । তাহার পর সমস্ত দ্রব্যটির উপর (অন্ততঃ তাহার যে অংশে চিত্রাঙ্কণ হইবে তাহাতে ) উরুশি নির্যাসের সহিত অন্ত উপাদানের মিশ্রণে প্রস্তুত “কাই”য়ের মোট দুই তিন স্তর লেপ দান করা হয়। ঐ সকল লেপ শুকাইলে পরে তাহ “শান-পাথর’ (whetstone) দ্বার ঘষিয়া উত্তমরূপে মস্তণ করা হয় । ঈহার পর প্রকৃত লেপ-চিত্রাঙ্কণ আরম্ভ হয় । প্রথমে “চ্যাপ্টা” ক্ষুদ্রলোমযুক্ত ( মানুষের চুল এ স্থলে ব্যবহৃত হইয়া থাকে । তুলির দ্বারা, স্বাক্ষ্ম ও সমভাবে, শোধিত উরুশি নির্যাসের একটি গ্রেপ বিস্তার করা হয় । তাহার পর অাদ্র অবস্থায় দ্রব্যটি গরম ও স্তাংসে তে কুলুঙ্গা ব। আলুমারীতে

  • কাঠবার জন্তা রাখা হয় ।

শোধিত উরুশি নির্যাস হইতে প্রস্তুত বানিশের একটি বিশেষ গুণ আছে । উহা আদ্র উষ্ম বাতাসেই উত্তমরূপে শুষ্ক হয়। একবার শুকাইলে তখন জল, বাতাস, উত্তাপ (১৬০° সেন্টিগ্রেড পর্যন্ত ) কোন কিছুতেই নষ্ট হয় না। শুকাইবার পর তাহাকে কাঠকয়লা গুড়া দ্বার হাতে ঘষিয়া সমানভাবে মসৃণ করা হয়। একটি লেপ বিস্তার শুকান ও মন্থণ করিতে এক হইতে পাচ দিন পর্য্যন্ত সময় লাগে। এইরূপে চিত্র বা আলেখ্যবিহীন সাধারণ লেপযুক্ত দ্রব্যে ত্রিশ হইতে সত্তর বা আশী স্তর লেপ দত্ত হয় ! চিত্র বা আলেথ অঙ্কন ইত্যাদির নানারূপ প্রথা জাপান ও চীনে প্রচলিত আছে। স্তরে স্তরে ভিন্ন বর্ণের লেপ দিয়৷ পরে উপরের স্তরে কৰ্ত্তন দ্বারা নীচের বর্ণের প্রকাশ ; কাষ্ঠগাত্র ক্ষোদিত করিয়া তাহাতে বর্ণযুক্ত লেপ প্রয়োগ ; “জমীতে” সোনালী বা রূপালী পাত কিম্ব মুক্তাগুক্তি যোজন দ্বারা রচনা ; উদ্ভিজ্জ বা খনিজ বর্ণমিশ্রিত গাঢ় হইতে অতি তরল নানাপ্রকার উরুশি বাৰ্ণিসের সাহাষে)