পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিবিধ পদকৰ্ত্ত—১৫-১৮শ শতাব্দী | సినా হেদে লো বিনোদিনি এ পথে কেমনে স্বাবে তুমি । শীতল কদম্ব-তলে বৈসহ আমার বোলে সকলি (১) কিনিয়া নিব আমি ॥ এ ভৱ দুপুর বেলা তাতিল পথের ধুলা কমল জিনিয়া পদ তোরি। রৌদ্রে ঘামিয়াছে মুখ দেখি লাগে বড় দুখ শ্রম-ভরে আউল্যাল কবরী। অমূল্য রতন সাথে গোঙারের (২) ভয় পথে লাগি পাইলে লইবে কাড়িয়া । তোমার লাগিয়া আমি এই পথে মহাদানী (৩) তিল আধ না যাও ছাড়িয়া ॥ মোহন বিজন-বনে দূরে গেল সখীগণে একলা রহিল ধনী রাই। দুটা আখি ছলছলে চরণ-কমল-তলে কানু আসি পড়ল লোটাই ॥ বিনোদিনি জনম সফল ভেল মোর । তোম হেন গুণনিধি পথে আনি দিল বিধি আজুক মুখের নাহি ওর । রবির কিরণ পাইছে চাদ-মুখ ঘামিয়াছে মুখর মঞ্জীর দুটা পায়। হিয়ার উপরে রাখি (৪) জুড়াব তাপিত আখি চন্দনে চর্চিত করি গায় ॥ এতেক মিনতি করি রাইএর করে ধরি মুছাইল পদ পীতবাসে। নির্জনে দোহার সনে মিলন নিকুঞ্জ-বনে মনে মনে হাসে বংশী দাসে ॥ বড়ি মাই কান্তরে পরাণ পোড়ে মোর। স্বমুনা-পুলিন-বনে দেখিয়াছি রাখাল-সনে খেলা-রসে হৈয়াছিল ভোর । ৰংশীবটের তল ছায়া অতি সুশীতল তাহাতে যাইতে না লয় মন । রবির কিরণে চান্দ-মুখখানি ঘামিয়াছিল ভোকে আখি অরুণ-বরণ ॥ পীত ধড়-অঞ্চল ঘামে তিতিয়াছিল ধূলায় ধূসর শুাম-কায় । মোর মনে হেন লয় যদি নহে লোক-ভয় অঁাচর ঝাপিয়া করু ছায়া (৫) ॥ কি করিব কোথায় যাব এ দুখ কাহারে কব না কহিলে মনের ব্যথা রয় । 豪 鷲 臺 繫 臺 臺 肇 豪 曇 (১) তোমার সমস্ত পসার । তোমাকে অন্ত কোন স্থানে কষ্ট করিয়া যাইতে হইবে না, আমিই সমস্ত কিনিয়া লইব । (২) জস্থ্যর । (৩) দীনী এবং মহাদানী এই দুই উপাধিবিশিষ্ট ৱাজকৰ্ম্মচারীরা বাজার হইতে রাজার দান ( tax ) আদায় করিয়া বেড়াইত। (৪) পদদ্বয় বক্ষে রাখিয়া । (৫) অঞ্চল দিয়া ছায়া করিয়া রাখি।