পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিতাখ্যান—ভক্তি-রত্নাকর—১৬১৪-১৬২৫ খৃঃ । >ミ○○ হেন কালে রাণী আসি করে নিবেদন । কৃপা করি মোরে পত্রী করাহ শ্রবণ ॥ শুনিয়া রাণীর বাক্য রাজা সেই ক্ষণে । শুনাইল পতী অতি উল্লসিত মনে ॥ শ্রবণ-মাত্রেতে রাণী আপনা পাসরে । বিধি-প্রতি প্রার্থনা করয়ে বারে বারে ॥ প্রভু শ্ৰঠাকুর মহাশয় নরোত্তমে। কৃপা করি বারেক দেখাহ মু অধমে । এত কহি রাণী নেত্র-জলে সিক্ত হৈয়া । রাজার চরণ ধরি পড়ে লোটাইয়া ॥ রাজার প্রতি কহে এবে সার্থক জীবন। অনায়াসে পাইলা কৃষ্ণপদে প্রেমধন ॥ রাজা কহে সে ধন দুর্লভ অতিশয়। মোরে কি স্পশিবে মুঞি মহ-পাপাশয় ॥ । গোঙাইলু বৃথা জন্ম মুঞি দুরাচার। যত অপরাধ কৈলু লেখা নাই তার ॥ এত কহিতেই রাজা অধৈৰ্য্য হিয়ায়। শ্ৰীকৃষ্ণচৈতন্ত বুলি ধরণী লোটায় ॥ প্রভু নিত্যানন্দ শ্ৰীঅদ্বৈত প্রভু বুলি। করে কত খেদ পুনঃ দুটি বাহু তুলি । গদাধর শ্রবাস স্বরূপ বক্রেশ্বর। হরিদাস মুরারি মুকুন্দ দামোদর ॥ গৌরীদাস কাশীশ্বর রূপ সনাতন । লইয়া এ সব নাম করয়ে ক্ৰন্দন ॥ ছাড়ি দীর্ঘশ্বাস পুনঃ কহে রাণী-প্রতি। মো সম সংসারে ঐছে নাহিক দুৰ্ম্মতি ॥ নবদ্বীপে প্রভু পূর্ণ ব্ৰহ্ম সনাতন । করিল অদ্ভূত লীলা লৈয়া প্রিয় গণ ॥ শুনি সে প্রভুর লীলা না দ্রবিল হিয়া । করিলু কুতর্ক কত ঐছে মোর ক্রিয় ॥ না জানি কি শুভ ক্ষণে গ্রন্থ চোরাইলু। তেঞি শ্ৰীনিবাসাচার্য্য প্রভুরে পাইলু ॥