পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সখীসেনা—১৭শ শতাব্দী। ১৩৫৫ অবিরত দেখিয়া থাকিব চাদমুখ। পাসরিব যাবৎ কালের যত দুঃখ ॥ ভণএ ফকীর রাম আর বল কত । ঘুচিআছে লেখা পড়া জনমের মত। আপনি বোলিলে কন্যা সেই পাঠশালে । কুমারের বকুলতলায় বকুল-তলাতে আস্ত থাকো নিশাকালে ৷ এত রাত্রি হৈল মোর বকুল-তলাতে। মায়াতে ধর্যাছ পায়া মাএর গলাতে ॥ (১) ঘরে আস্তা শতেক মাএর কোল পাল্যে । সত্যে বন্দী হইলে ভাবিয়া নাই আল্যে (২) ॥ এত যদি বদ্ধ আছ মাএর মায়াতে । তবে কেন সত্য কৈলে কোঙরের সাথে ॥ যদি না আইলে কন্যা আমিহ খালাস । (৩) সত্যে বন্দী থাকিলে নরকে হয় বাস ॥ পরকাল হৈতে এ কাল নহে বড়। ফকীর রাম দাসে বলে ঐ কথা দঢ় ॥ প্রাণনাথ তিলেক ডাণ্ডায় (৪) তরুতলে । ಳ್ಳಿ' দাসীগণ সঙ্গে আছে বার্যাইতে না পাই নাছে (৫) উঠিতে বসিতে সঙ্গে চলে। শুন ওহে প্রাণনাথ না করিহ বিষাদ বাহির হইতে নাহি পাই। শতেক মাএর বী তার কাছে রয়্যাছি লোচন-আড়াল করে নাই ॥ এক শত মা কাছে সভাই জাগিয়া আছে কার চক্ষে নাই ধরে নিদ্রা। যেন কপোতের মা খোলাতে দিয়াছে তা(৬) হারাধন পায়্যাছে দরিদ্র ॥ (১) মাতৃ-কণ্ঠ আশ্রয় করিয়া মায়ায় আবদ্ধ হইয়াছ। (২) আসিলে। (৩) তুমি সত্যবদ্ধ রহিলে, আমি তোমার কথামত বকুল-তলায় আসিয়া মুক্ত হইলাম। (৪) দাড়াও । (৫) আঙ্গিনার বাহিরে। (৬) খোলাতে ( হাড়ীতে ) তাপ দিয়াছে, অর্থাৎ ছাড়িয়া উঠিতে পারে না।