পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—রায়-মঙ্গল—১৬৮০-১৬৮৭ খৃঃ। একে একে যতো আর বিক্রম যেমন যার জানাইল দারুণ প্রতাপে । শুনিয়া গাজির সুখ সকল দক্ষিণ মুখ কখন গালিম আসি চাপে ৷ লোহা-জঙ্গ গিয়া তথা কছিল পীরের কথা শুনিয়া দক্ষিণরায় কোপে । কবি কৃষ্ণরাম কয় বাঘের তলপ হয় হুঙ্কারেতে হাত দিয়া গোপে ॥ প্রথমে আইল বাঘ নাম রূপ-চাদা। সমুখের দন্ত তার সোণ দিয়া বান্ধা ॥ মারিয়া বনের হাতী যায় ঘর ভক্ষ্য। রাক্ষস পলায় ডরে কিবা দানা (১) যক্ষ ॥ কাগুয়া বাঘের মাস্কয়া বেশ কাল সারা । দুটা চক্ষু জলে যেন আকাশের তারা ॥ 鼻 臺 繫 鼻 নাম ধরা যত বাঘ যুদ্ধের আরম্ভ। শুনিয়া কহিতে বাঢ়ে আপনার দম্ভ । বিজলি বাঘের কথা শুন কল্পতরু। না পাই হস্তীর লীগ কত খাব গরু। মানুষের মাংসগুলা মুখে লাগে তিত। সমস্ত বনের পশু আমার নামে ভীত । হিমির বাঘের খুড়ী উড়ান-চড়ই। বলে অবধান কর অতঃপর কই । মারিয়া পালের র্যাড় পীঠে লইয়া তুলি। মানুষের শিৱে যেন তুলা ভরা তুলী। রড়াইয়া (২) বেগে যায় পবনের আগে। শিকারী ফিকারে মোর কেবা আছে বাঘে । ঢেকীর উপরে উঠি ঘন দেই পার। গিরস্থের (৩) বাছির হৈয়া বলে মার মার। তার ঘরে বোলে চোর না চিনে আমায়। ঘাড়েতে পড়িলে তবে ডাকে পরিত্রায় ॥ " (*) भनिन्तनानद। (२) cोड़ाहेबा। (9)

  • १२

× ტჯჯა ব্যাঘ্রগণের গুণপন ।