পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত—কৃষ্ণকমল গোস্বামী—জন্ম ১৮১০ খৃঃ । Vరిసి - রাগিণী—বিঝিট। ললিতা। হায় হয় । বিশাখে ! ধনীর একি ধারা দেখি ; মৃচ্ছাগত হ’ল কেন জলধর দেখি ? শুন গো বিশাখে, সবে কর সুমন্ত্রণা ; যাহাতে রাধার শীঘ্র ঘুচে এ যন্ত্রণা। - বিশাখা। শুন গো ললিতে, তবে যে উপায় করি, রাধার শ্রবণে আমি চেতন-মন্ত্র পড়ি । তোম্র রাইকে ঘিরে কর কৃষ্ণ-সংকীৰ্ত্তন, , - দেখিবে এখনি ধনী পাইবে চেতন । তাল—রাপক। \ সকলে । রাধে ! একবার নয়ন মেল বিনোদিনি ! দেখ দেখ দেখ কৃষ্ণ গুণমণি । – রাধিক । ( প্রাপ্ত-চেতনা ও রূপমুঞ্জরীর ক্রেগড়ে শয়ানা, চকিত নয়নে সর্থীগণের প্রতি ) } রাগিণী—মনোহরসাহি, তাল—লোভা । এখানে বসিয়ে তোম্রা কে গো বল দেখি ? সখীগণ। এ কি সুধাও সুধামুখি ! আমরা তব সখী,—গো । — রাই কি চিন না চিন না)– । রাধিক। তোমাদের কোলেতে আমি কেবা কহ শুনি ? সখীগণ। এ কি বল! তুমি মোদের রাধা বিনোদিনী,–গো। —( রাই কি ভু’লেছ ভূ’লেছ –আপনা চিনিতে নার )— রাধিকা। কোন রাধা হই আমি, বল সখীগণ। সখীগণ। বৃষভানু-স্থত তুমি, মোদের প্রধান,–গো। —( তা কি জান না জান না । )– রাধিকা। তবে বল দেখি সখি, এসেছি কোন স্থানে ? সখীগণ। ভুলেছ কি বিধুমুখি ! এসেছ কাননে,–গো। —( তা কি মনে নাই মনে নাই!)– রাধিকা। রাজকন্যা হ’য়ে আমি কি জন্তে বা বনে ? সখীগণ। কৃষ্ণহারা হয়ে বনে এলে অন্বেষণে,–গো। —( সে কথা কি ভু’লেছ রাই ! )– রাধিক। কোথা গেছে প্রাণনাথ আমাকে ছাড়িয়ে ? —(হায় হায় ! কি কহিলি গো )– সখীগণ । মথুরাতে নিয়ে গেছে অক্রর হরিয়ে—গে। &o & o o