পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহজিয়া-সাহিত্য—জ্ঞানাদি-সাধনা—১৭শ শতাব্দী। কর্ণাদি পঞ্চ জ্ঞান-ইন্দ্রিয় বিনে কেবল মনের মধ্যে পরমেশ্বর শ্ৰীকৃষ্ণকে জ্ঞান করিতে পারেন না এবং মন বিনে কর্ণাদি পঞ্চ জ্ঞান-ইন্দ্রিয় পরমেশ্বর শ্ৰীকৃষ্ণকে জ্ঞান করিতে পারেন না। ইহা সত্য বুঝিলাম তাহার কারণ কহি। যখন মনের সহিত কর্ণাদি জ্ঞান-ইন্দ্রিয়ের যোগ হয় তখন আকাশ ভূতের শব্দগুণ জ্ঞান করেন। অতএব কর্ণ জ্ঞান-ইন্দ্রিয়ে পরমেশ্বর শ্ৰীকৃষ্ণকে জ্ঞান করিতে পারে না এবং যখন মনের সহিত চৰ্ম্ম জ্ঞান-ইন্দ্রিয়ের যোগ হএ তখন বায়ু ভূতের স্পর্শগুণ জ্ঞান করেন অতএব চৰ্ম্ম জ্ঞান-ইন্দ্রিয়ে পরমেশ্বর শ্ৰীকৃষ্ণকে জ্ঞান করিতে পারে না। যখন মনের সহিত চক্ষু জ্ঞান-ইন্দ্রিয়ের যোগ হয় তখন তেজে ভূতের রূপগুণ জ্ঞান করেন অতএব চক্ষু জ্ঞান-ইন্দ্রিয়ে পরমেশ্বর শ্ৰীকৃষ্ণকে জ্ঞান করিতে পারে না এবং যখন মনের সহিত জিহবা জ্ঞান-ইন্দ্রিয়ের যোগ হয় তখন অপ ভূতের রসগুণ জ্ঞান করেন অতএব জিহবা জ্ঞান-ইন্দ্রিয়ে পরমেশ্বর শ্ৰীকৃষ্ণকে জ্ঞান করিতে পারে না এবং যখন মনের সহিত নাসিক জ্ঞান-ইন্দ্রিয়ের যোগ হয় তখন পৃথিবী ভূতের গন্ধগুণ জ্ঞান করেন অতএব নাসিক জ্ঞানইন্দ্রিয়েহ পরমেশ্বর শ্ৰীকৃষ্ণকে জ্ঞান করিতে পারে না অতএব বুঝিলাম যাহতে পঞ্চ জ্ঞান-ইন্দ্রিয়ের দ্বারা এ পরমেশ্বর শ্ৰীকৃষ্ণকে জ্ঞান করিতে পারে না। অতএব বুঝিলাম আমি অজ্ঞানী আমার ঠাঞি ঈশ্বর মিথ্যা। আরবার সাধু জিজ্ঞাসেন যেজন মাতার গর্ভ হইতে জন্মিয় কর্ণে শুনে না ঐ জন পচিশ বৎসর বড় হইয়াছে কোন কালেহ কর্ণে শুনে না সেই জনে কোন দিন ক খ গ ঘ ঙ ইত্যাদি পঠন করিতে পারে কিনা এবং সেই জনে পিতা মাতা করিয়া ডাকিতে পারে কি না তাহা কহ আর জিজ্ঞাসি জন্ম-অন্ধজনে নবীন নীরদবর্ণ শ্ৰীকৃষ্ণের শরীরের রূপ চিন্তা করিতে পারে কিনা তাহা কহ । অজ্ঞানী জীবে কহেন যেজনে মাতার গর্ভ হৈতে জন্মিয় কখন ঐ মনুষ্যাদির শব্দ শ্রবণ করে নাই সে ক খ আদি অক্ষর পাঠ করিতে পারে না এবং পিতা মাতা আদির নাম করিয়া ডাকিতে পারে না এবং জন্ম-অন্ধ জনেহ কখন নবীন মেঘো দেখে নাই যে সেই পরমেশ্বর শ্ৰীকৃষ্ণের নবীন মেঘ নীলবর্ণ ভাবিতে পারে না। সাধু জিজ্ঞাসেন কর্ণাদি পঞ্চজ্ঞান-ইন্দ্রিয় বিনে জন্ম-বধিরে কেন মনে মনে ক খ আদি পাঠ করে না এবং মাতা পিতাদির নাম করিয়া ডাকে না এবং জন্ম-অন্ধ জনে মনে মনে নবীন নীল মেঘ কেন চিন্তা করে না তাহা কহ। অজ্ঞানী জীবে কহে জন্মাবধি অজ্ঞতা জনে কুন দিন ক খ অক্ষর পাঠ করিতে পারে না এবং জন্মাবধি অশ্রোতা জনে কখনহ পিতা মাতাদির নাম শুনে নাই সে কি প্রকার পিতা মাতাদির নাম করিয়া ডাকিব। এখন সত্য বুঝিলাম জন্মাবধি অশ্রোতা জন মনে মনে পিতা মাতাদির নাম করিয়া ᎼᏬᏬ☾