পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b"& ৰঙ্গদর্শন । [ ২য় বধ, প্রাৰণ । ঠাকুরকে ভস্ম করিয়াছিলেন। এ ক্ষেত্রে কিন্তু মনে মনে সেকেও মাষ্টারকে এবং তাহার সহিত কলু মাষ্টারকে মদনের দশ পাওয়াইবার জন্ত আমাদের বিশেষ চেষ্টা সত্ত্বেও তাহারা সশরীরে স্বস্ব নিদিষ্টস্থানে ফিরিয়া যাইলেন । বলা বাহুল্য যে চোরা গাভীর সহিত অনেক কপিলা গাভীও সেকেণ্ড মাষ্টারের সুমিষ্ট বেত্ৰদণ্ডের আস্বাদ অনুভব করিরাছিলেন ; মর্ণিং স্কুলে দশটার সময় ছুটি হইত, আমরা প্রায় এগারটার সময় বাট পৌছিতাম। তাহার পর বোধ হয় ৪৫ মিনিটের মধ্যে বস্ত্রপরিবর্তন, পুস্তকরক্ষা, তৈলম্রক্ষণ ইত্যাদি শেষ করিয়া নিকটস্থ বৃহৎ সরোবরে দলবদ্ধ হইয়া পড়িতাম। সে পতন মৈনাকের সাগরজলে অবগাহনের হ্যায়, তাহার আর শেষ নাই । কত স্নানার্থী আসিয়া স্নান-আহ্লিক শেষ করিয়া উঠিয়া গেল ; কত যুবতী, কত প্রৌঢ়া, কত বৃদ্ধার নিকট হইতে গালি খাইলাম ; কেছ বা মার নিকট নালিশ করিবার ভয় পর্য্যন্ত দেখাইতে লাগিল ; কিন্তু আমাদের স্নান আর শেষ স্থর না। অবশেষে যখন পুষ্করিণীর ঘাটের জল যথেষ্ট কর্দমাক্ত এবং চক্ষু রক্তবর্ণ ও হস্ত-পদ-তল রক্তশূন্ত ও কুঞ্চিত হইয়া উঠিত, তখন আমাদের স্বান শেষ হইত। তখন বোধ হয় বেলা একটা বাজিত । তার পর আহারাস্তেই কি রৌদ্রের ভয়ে স্থির হইয়া গৃহে থাকিতাম ? সমস্ত মধ্যাহ্লে বাগানে বাগানে কাচা আম পাড়িয়া তাহাই পুদিন, লঙ্কা ও লবণ সংযোগে অৰ্দ্ধকুট্টিত করিয়া চার্টুনি করিতাম ও কদলী পত্রের দীর্ঘাকৃতি ঠোঙা করিয়া ঠোঙার সরু দিকটা মুখে দিয়া চুষিয়া চুৰিয়া সেই চাটনির রস থাইতে থাকিতাম। মৰ্ণিং স্কুলে ছেলেদের যা কল্যাণ সাধিত হইত, তা আমরা বেশ বুঝিতে পারিতাম। যদি ইহাতে কাহারও কোন উপকার হইয়া থাকে, তাহা হইলে সে শিক্ষকগণের । কারণ মধ্যাহ্লে চেয়ারে বসিয়া ক্লাশের মাঝে না চুলিয়া বেশ মুখে তাহারা গৃহে গিয়া নিদ্রা দিতেন । হুগলী কলিজিয়েট স্কুলে যখন প্রবিষ্ট হঃ লাম, তখনও আমরা বালক । হুগলী কলেজে মণিং স্কুল হইত না বটে, কিন্তু আমাদের আবার নূতন উপসর্গ আসিয়া জুটিল । আমাদের বাড়ী হইতে হুগলীর কলেজ প্রায় দেড়ক্রোশ পথ । আমরা প্রত্যহ নৌকাযোগে কলেজে যাতায়াত করিতাম। হুগলী কলেজ গঙ্গার উপরেই অবস্থিত, আর আমাদের বাড়ীও গঙ্গার তীর হইতে দশ মিনিটের পথ, সুতরাং জলপথটাই আমাদের পক্ষে প্রশস্ত ছিল । কলেজে যাইবার জন্ত প্রত্যহ ৫।৬খানি নৌকা আমাদের চন্দননগর হইতে কলেজে যাইত। কলেজে মোটের উপর বোধ হয় ২•।২৫খানি নৌকা জড় হইত। যাহাদের এইরূপ নৌকায় যাতায়াত, তাহাদের প্রত্যেকের কাছ হইতে কলেজের নৌকার মাঝির মাসিক একটাকা করিয়া বেতন বরাদ ছিল। আমাদের নৌকা যখন আমাদের ঘাট হইতে ছাড়িত, তখন রেল ৯টা ; ১০টার সময় কলেজ বসিত। এক এক খানি নৌকায় ১২।১৩জন ছাত্র থাকিত। প্রতি