পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిఫి Jు জীবনের যে অংশটুকু নিতা—যে অংশটুকু স্বন্দর, মহান অথবা অস্তুত, সেই অংশটুকুর উপরেই ব্রাউনিং কল্পনার আলোক ফেলিয়া এমন এক একটি ইন্দ্রজালের স্বষ্টি করিতে পারেন যে, পরী-দেবতার অভাব আমাদের আর অভাব বলিয়া মনে হয় না । মানবজীবনের নিতান্ত জড়সম্পৰ্কীয় মুখ হইতে sitas Ffāni—Fine flesh stuft gầTS আরম্ভ করিয়া—গভীর আত্মার প্রেমের স্বাদ পর্য্যন্ত রবার্ট ব্রাউনিংএ পাওয়া যায়। “The whole live world is rise, God, with thy glory”-“si3ị#*i, ##*g qề জীবন্ত জগৎ তোমার মহিমায় উজ্জল ।” এই-ই রবার্ট ব্রাউলিংএর সৰ্ব্ব কবিতার সারোক্তি । তার পরে মহত্ত্ব ও সৌন্দর্য্যের সহিত ব্রাউনিং মানবজীবনের পাপতাগদুঃখগান ও আয়ত্ত করিয়াছেন । দুঃখের উপরে সহানুভূতি দিয়া কি-যে কোমল বর্ণে দুঃখের চিত্র তিনি আঁকিয়াছেন—অপরাধের সহিত মনুষ্যহৃদয়ের দুৰ্ব্বলতা কি-যে যাদুমন্ত্রে তিনি জড়িত করিয়াছেন – যে, তাহার সৌন্দর্য্যও আমি বর্ণনা করিতে পারি না । তার পরে সমস্ত জীবস্ত ধরণীর আনন্দে পরিপূর্ণ হইয়া ব্রাউনিং বলিয়াছেন—“Greet the unseen with a checr”—"Gå vić জগৎকে আনন্দস্বরে সম্ভাষণ কর।” যাহারা জগতের কোন সুখ ভোগ করে নাই—নিরানন্দে জীবনযাপন করিয়াছে, আর যাহার। আনন্দে বলবান হইয়া উঠিয়াছেন, এ দুয়ের পরকালে বিশ্বাসে কত প্রভেদ ! নিরানন্দ জন যেন শিক্ষা-কর আশায়—কিন্তু অস্তরের দৃঢ় প্রতীতিতে নছে—“তরুছায়া दक्कन्नथेँन । [ ২য় বর্ষ; আশ্বিন মসীমাখ। পরপারের দিকে অলসচোখে চাহিয়া থাকে ; কিন্তু আনন্দবলবান মহাজন এ জীবনের সকল আনন্দের উপর চলিয়া সহজেই যেন,- জ্যোতিৰ্ম্ময় পরলোককে নিশ্চিত জানিয়াই যেন, অগ্রসর হইয়া যান । ব্রাউনিং মানবজীবনকে যথাসাধ্য সম্ভোগ করিয়াছিলেন, আশা করি। অাজ যে গ্ৰন্থখানির আলোচনা করিব, তাহাতে বৰ্ণিত মহাত্মার জীবনে ব্রাউলিং একট-বড় সুযোগ লাভ করিয়াছিলেন । প্যারাসেলসাসের জীবনে ব্রাউনিং এককালে মানবের আশার বিপুলত, মানবের মহত্ত্ব, মানবজীবনের দুরপনেয় অসম্পূর্ণতা, জাগতিক নিয়মের কঠোরতা এবং মানবের অনস্তমুখী উন্নতি—এককালে এত গুলি জিনিষ ব্যক্ত করিবার সুযোগ পাইয়াছিলেন। নিয়তির বল এবং তার উপরেও মানবtত্মার অাশা এই গ্রন্থে কীৰ্ত্তিত হইয়াছে । ইহার কল্পনাসম্পদ ও ভাষাসম্পদ অত্যাশ্চৰ্য্য—তবু ব্রাউনিং এর প্রারম্ভকালের লেখা বলিয়া গ্রন্থ যেন কিছু অধিক বিস্তৃত এবং যেন কিছু অধিক বিশদীকৃত। এরূপ একটু অধিক বিশদীকৃত বা বিস্তৃত হইবার আরও কারণ থাকিতে পারে এই যে, ব্রাউনিং কবিতার একটা নুতন পথ অবলম্বন করিতেছিলেন । মানবজীবনের যে একটি গভীর রহস্য এই গ্রন্থে বিবৃত হইয়াছে, তাহাকে ংক্ষেপে ব্যাখ্যা করিয়া বলিতে পারি, জ্ঞান ও শক্তি, প্রেমের অভাবে কিরূপে চুর্ণবিচূর্ণ হইয়া যায়, এ গ্রন্থে তাহাই দেখান হুইয়াছে। প্রেম অর্থে—সমস্ত কোমল মনোবৃত্তি এবং সুন্দর মনোবৃত্তি ।