পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্যারাসেলসা ( পূর্বপ্রকাশিতের পর ) ৩য় ও ৪র্থ, এই দুই খণ্ড ব্যাপিয়া প্যারাসেলসাসের গভীর যন্ত্রণ। প্যারাসেলসাস্ তাছার পূৰ্ব্বজীবনটা ছাড়িতে চাহিতেছেন। তাহার বর্মচৰ্ম্ম দেহু হইতে ছিড়িয়া লইতেছেন অথবা কে যেন ভাঙিয়া-চুরিয়া টানিয়-ছিড়িয়া লইতেছে। কীট্‌সের ল্যামিয়া তাহার সর্পরূপপরিত্যাগকালে যেমন বস্তৃক্ষণ ধরিয়া নিপীড়িত হইতেছিল – Her eyes in torture fixed, and anguish drear, Hot, glazed, and wide, with lid-lashes all sear, Flashed phosphor and sharp sparks, without one cooling tear The colours all inflamed throughout her train, She writhed about, convulsed with Scarlet pain. প্যারাসেলসাসও সেইরূপ তাহার পূর্বজীবন ছাড়িবার সময়ে এই দুই থও ব্যাপিয়া writhed about, convulsed with scarlet pain ‘দেহ রক্তবর্ণ হইয়া উঠে, এমন এক তীব্র বেদনার বিক্ষেপে অঙ্গসঙ্কোচ করিয়৷ ধূলায় লুষ্ঠিত হইতেছেন। একটা দুর্জয় কঠোরত কিরূপে নিষ্পেষিত হইয়া কোমলতা প্রাপ্ত হয়, এই দুটি খণ্ডে অপূৰ্ব্বশক্তিসহকারে उांश cमथांन श्ब्रांप्छ् । তৃতীয় খণ্ডে প্যারাসেলসাস ‘ব্যালেয় অধ্যাপক। ফেষ্টা লুথরের কাছ হইতে জুইং, লিয়াসের কাছে একটা খবর লইয়া চলিয়াছেন, পথে বন্ধুর যশোরশ্মিমণ্ডিত মুখখানি একবার দেখিয়া যাইতেছেন। প্যারাসেলসাস প্রথমে ফেষ্টাসের ঘরের কথা পাড়িলেন —“মাইকল কেমন আছে ? এখনো কি সে এক এক বসিয়া পার্থীর মত গান ছাড়িয়া দেয় ? এক এক যাহারা গান করিতে পারে, তাহারা সম্মানের পাত্র।” প্যারাসেলসাস ত কখন এক বসিয়া কোন কিছু সম্ভোগ করিতে পারেন না। ভাবই মানুষকে আপনার মধ্যে নিবিড়ভাবে বসাইয়া তৃপ্ত করিয়া রাখিতে পারে। জ্ঞানের মধ্যে একটা উগ্র তৃষ্ণা আছে— একটার পর আর একটা আবিষ্কারের জন্ত মন ছুটিতে থাকে,-মোহিত যতই হৌক, ভূতগ্রস্ত যতই হোক, নিষ্কৰ্ম্মনিবিড় শাস্তি আস্বাদন করিবার সৌভাগ্য তাহার নাই। অশান্তচিত্ত পারাসেলসাস্বারবার সেই শাস্তির মধ্যে নামিবার চেষ্টা পাইতেছেন-ফেষ্টাসের সুখশান্তিময় গৃহজীবনের কথা আলোচনা করিতেছেন। কিন্তু ঘুরিয়-ফিরিয়ার্তাহার অধ্যাপনার কথাই আসিয়া পড়িতেছে। প্যারাসেলসাস তিক্তপ্রাণে র্তাহার অবসন্ন শক্তি, ব্যর্থ সাধনার কথা স্মরণ করিতেছেন, তথাপি মন্দকে ভাল করিবার আশায় অধ্যাপনায় নিযুক্ত श्ब्रांप्छ्न। ७थन७ उँांशंब गशन्नडूउिब्र उंमग्न হয় নাই, এখনও মুর্থতা তাহার অসহ, তবু