পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ বঙ্গদর্শন । [ ২য় বধ, কাৰ্ত্তিক । বিহারী প্রফুল্লমুখে “ই মা, কাজ সুসম্পন্ন হইয়াছে, এখন আমার আর কোন ভাবনা নাই ।”—বলিয়া বিহারী একবার বাহিরের দিকে চাহিল । রাজলক্ষ্মী। আজ বেীমা তোমার জন্য নিজের হাতে রাধিবেন, আমি এখান হইতে দেখাইয়া দিব । ডাক্তার বারণ করে— কিন্তু আর বারণ কিসের জন্য বাছ ? আমি কি একবার তোদের খাওয়া দেখিয়া যাইব না ? বিছারী কহিল, “ডাক্তারের বারণ করিবার ত কোন হেতু দেখি না ম',—তুমি না দেখাইয়া দিলে চলিবে কেন ? ছেলেবেল হইতে তোমার হাতের রান্নাই আমরা ভালবাসিতে শিখিয়াছি,+-মহিন্দার ত পশ্চিমের ডালরুটি থাইয়। অরুচি ধরিয়া গেছে—আজ সে তোমার মাছের ঝোল পাইলে বাচিয়। যাইবে । আজ আমরা দুই ভাই ছেলেবেলাকার মত রেষারেষি করিয়া খাইব, তোমার বউমা অন্নে কুলাইতে পারিলে হয় ।” যদিচ রাজলক্ষ্মা বুঝিয়াছিলেন, বিহারী মহেন্দ্রকে সঙ্গে করিয়া আনিয়াছে, তবু তাহার নাম শুনিতেই তাহার হৃদয় স্পদিত হইয়া নিশ্বাস ক্ষণকালের জন্ত কঠিন হইয়। डेटिंग | সে ভাবটা কাটিয়া গেলে বিহারী কহিল, “পশ্চিমে গিয়া মহিন্দার শরীর অনেকটা ভাল হইয়াছে । আজ পথের অনিয়মে সে একটু স্নান আছে, স্নানাহার করিলেই শুধরাইয়া উঠিবে ।” রাজলক্ষ্মী তবু মহেন্দ্রের কথা কিছু বলিলেন না। তখন বিহারী কছিল, “মা, মহিন্দ বাহিরেই দাড়াইয়া” আছে, তুমি ন। ডাকিলে সে ত আসিতে পারিতেছে ল৷ ” রাজলক্ষ্মী কিছু না বলিয়া দরজার দিকে চাহিলেন। চাহিতেই বিহারী ডাকিল— “মছিন্দ, এস ” মহেন্দ্র ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল। পাছে হৃৎপিণ্ড হঠাৎ স্তন্ধ হইয়া যায়, এই ভয়ে রাজলক্ষ্মী মহেঞ্জের মুখের দিকে তখনই চাহিতে পারিলেন না । চক্ষু অৰ্দ্ধনিমৗলিত করিলেন। মহেন্দ্র বিছানার দিকে দৃষ্টিপাত করিয়া চমকিয়া উঠিল, তাহাকে কে যেন মারিল। মহেন্দ্র মাতার পায়ের কাছে মাথা রাখিয়া পা ধরিয়া পড়িয়া রহিল। বক্ষের ম্পন্দনে রাজলক্ষ্মীর সমস্ত শরীর কঁাপিয়াকঁপিয়া উঠিল । কিছুক্ষ। পরে অন্নপূর্ণ ধীরে ধীরে কহিলেন, “দিদি, মহিলকে তুমি উঠিতে বল, নহিলে ও ত উঠিবে না !” রাজলক্ষ্মী কষ্টে বাক্যক্ষুরণ করিয়া কহিলেন, “মহিন, ওঠ ।” মহিনের নাম উচ্চারণমাত্র অনেকদিন পরে তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। সেই অশ্রু পড়িম্ব। তাছার হৃদয়ের বেদন লঘু হইয়া আসিল। তখন মহেন্দ্র উঠিয়া মাটিতে ইটুে গাড়িয়া খাটের উপর বুক দিয় তাহার মার পাশে আসিয়। বসিল । রাজলক্ষ্মী কষ্টে পাশ ফিরিয়া, দুইহাতে মহেজের মাথা লইয়া তাহার মস্তক আম্ৰাণ করিলেন, তাহার ললাট চুম্বন করিলেন । •