পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86.8 यत्रल-नि । [ ২য় বর্ষ, অগ্রছায়ণ । রাজ্যবিস্তার করতে সক্ষম হইয়াছিলেন, ইছা কোনমতেই সম্ভবপর হইতে পারে না । (It is improbable that an Indian ever could have reigned north of the Caucasus, as Azes did. ) এ যুক্তির উত্তর কে কি দবে ? মুদ্রাতত্ত্ববিদ্যার সাক্ষ্য, চীনেদের ইতিহাস, certainly সমস্তই অগ্রাহ--কেন না, *যারে, দেখতে নারি তার চলন বঁাকা”, তা সোজা হইলেও বাকা । এরূপ আরও দুটি একটি ঘটনা এবং আরও দুটি একটি এই ভাবের টিপ্পনী এই প্রবন্ধে সন্নিবেশিত আছে । আবশ্রাক হইলে সেগুলি অতঃপর আলোচনা করা যাইতে পারিবে । অধ্যাপক । প্রণথনা ! حسسسسسســلاوتيسمسم. আমার ঘরেতে আর নাই সে যে নাই, যাই আর ফিরে আসি, খ জিয়া ন পাই ! আমার ঘরেতে নাথ একটুকু স্থান – সেথা হতে যা হারায় মেলে না সন্ধান ! অনন্ত তোমার গৃহ, বিশ্বময় ধাম, হে নাথ খ,জিতে তারে সেথ আসিলাম । দাড়ালেম তব সন্ধ্যাগগনের তলে, চাছিলাম তোমাপানে নয়নের জলে । কোনো মুখ, কোনো সুখ, আশাতৃষা কোনো যেথা হতে হারাষ্টতে পারে না কখনো, সেথায় এনেছি মোর পীড়িত এ হিয়া, দাও তারে, দাও তারে, দাও ডুবাইরা ! ঘরে মোর নাহি আর যে অমৃতরস, ৰিখমাঝে পাই সেই হারানো পরশ !