পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সংখ্যা । ] বিশ্ব-দোল । 8ꬃፃ একাধারে, আৰু তেমনি আত্মসত্তা, আত্মभखि $दर थांब्रख्ञांन, उिनहे ७कांशांटब्र । অতএব এটা স্থির যে, সাধকের জ্ঞানে যদি আত্মা প্রকাশিত হ’ন, তবে আত্মার সত্তা, শক্তি এবং জ্ঞান, তিনই একসঙ্গে প্রকাশিত হইবে ; এরূপ হইবে না যে, ( • ) ऊांन ७द१ *खि स्रखहिंउ श्ब्रां শুদ্ধকেবল সত্তামাত্র প্রকাশ পাইতেছে ; অথবা o (২) শক্তি এবং সত্ত। অন্তহিত হইয়৷ শুদ্ধকেবল জ্ঞানমাত্র প্রকাশ পাই ে ছে ; —a অথবা (७) गव। ७वर खांन अखश्ङि रुहेबा গিয়া শুদ্ধকেবল শক্তিমাত্র প্রকাশ পাই তেছে । • মাঝপথের ব্যাপার অনেকটা বলিয়া চুকিলাম। অল্প-একটু যাহা বাকি আছে, তাহা বারাস্তরের জন্ত স্থগিত রাখা হইল । বিষয়টি এই ৪ – আত্মজ্ঞানের ভিতরে ঐ তিন পদার্থের (সত্তা, শক্তি এবং জ্ঞানের ) তারতম্যই বা কিরূপ —সামঞ্জস্তই বা কিরূপ —তাহার পর্য্যালোচনা । ঐদ্বিজেন্দ্রনাথ ঠাকুর । বিশ্ব-দোল । চিরকাল একি লীলা গো-— অনন্ত কলরোল ! . অশ্রুত কোন গানের ছন্দে অস্তৃত এই দোল ! ফুলিছ গো, দোলা দিতেছ ! পলকে আলোকে তুলিছ, পলকে আঁধারে টানিয়া নিতেছ! সমুখে যখন আসি, তখন পুলকে হাসি, পশ্চাতে যবে ফিরে যায় দোলা ভয়ে অধিজলে ভাসি ! সমুথে যেমন.পিছেও তেমন মিছে করি মোরা গোল ! চিরকাল এক(ই) লীলা গো श्रनख कणदब्रांण !