পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৯২ क्छलैनि । [ ২য় বর্ষ, পৌৰ । টিকেও মনে পীিলল—“তুমি সঙ্গে এস।” জমিক ভূত্বদা কছিল—“সে হইবে না-আমার নানার্থ খাও, তুমি পালাও!” বনমালী বলিল—“তোমাকে এমন বিপদে ফেলিয়া আমি কেমন করিয়া যাই ।” বিমলা। না গেলে আমি মরিয়া যাইব— তোমার সঙ্গে গেলেও আমাকে গলায় দড়ি দিয়৷ মরিতে হইবে ! শুনিয়া বনমালী নিজেকে ধিক্কার দিয়া চলিয়া গেল। সাধুচরণ রাত্ৰি দুটার সময় ফিরিয়াআসিয়া দেখিল, বনমালী পালাইয়াছে—ঞ্জীর ঘর ভিতর হইতে বন্ধ । দ্বার ভাঙিয়া বিমলাকে প্রশ্ন করিল—“সে লোকট। কোথায় গেল ?” • বিমলা কোন উত্তর করিল না ! সাধুচরণ। তুই তাহাকে ছাড়িয়া দিয়াছিল ? বিমলা স্তন্ধ হইয়া বসিয়া রহিল। সাধুচরণ তাহায় পরে তাহাকে আরো किङ्क दणिल-cन नैौण श्ब्रां श्मि श्ब्रां কোণে বসিয়া রহিল । 豪 事 橡 豪 ভোলানাথের কথা পূৰ্ব্বেই বলিয়াছি, তিনি ংবাদপত্রের সংবাদদাতা । পুলিশের ঘুষ এবং অন্তায় অত্যাচার সম্বন্ধে তিনি অনেক লেখনী ক্ষয় করিয়াছেন । রাত্রি শেষ না হইতেই তাছার স্বারে ঘা পড়িল। সাধুচরণের চাদর হইতে জ্বলিত হইয়া তাহার বাক্সর মধ্যে কিছু টাকা ধ্বনিত হইয়া উঠিল । পরদিন রাষ্ট্র হইল, সাধুচরণের যুবতী স্ত্রী গলায় দড়ি দিয়া মরিয়াছে । বিমলার পিতা অবিশ্বাস প্রকাশপুৰ্ব্বক ম্যাজিষ্ট্রেটের কাছে গিয়া দোহাই দিয়া পড়িলেন। কিন্তু এবারেও এক ভদ্রলোক আর-এক ভদ্রলোককে রক্ষণ করিল। ভোলানাথ পরোপকারী । সে নিজের জন্ত ও উপায় করিতে জানে ! অনতিবিলম্বে অনেকগুলি বিবাহের প্রস্তাব আসিয়া উপস্থিভ হইল । কম্ভবৎসল পিতার সৎকুলীনের মর্য্যাদা বোঝে ! স্ত্রীর হিসাবে সাধুচরণের বিত্র আয় তত্ৰ ব্যয় ।” “চিরদিন ।” مسسہC--سمـ [ ফরাসী কবি কম্পে হইতে ] মাথাটি রাখিয়া মোর বুকের উপরে বলিলে—“তোমারি আমি চিরদিনতরে।” কিন্তু তবু ছাড়াছাড়ি হবে একদিন -cनहें cङ बिषिब्र विशि-मांक्र* कठिन !