পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] সম্রাটের প্রতিশোধ । ess. শোধের একটা ফনি মনে মনে ঠাওরাইলেন; এবং উছ কার্য্যে পরিণত করিবার নিমিত্ত, সেই সময়ের সর্বপ্রধান নীতিকৌশলী চতুরচুড়ামণি ট্যালেরা’র (Talleyrand ) উপর ভার দিবেন বলিয়া স্থির করিলেন। একদিন শুভমুহূর্তে, ট্যালের সেই মনোমোহিনী অভিনেত্রীর নিকট উপস্থিত হইলেন । এবং যেন তাহার নিজেরই স্বার্থের জন্ত আসিয়াছেন, এই ভাবে চাটুকারেরষ্ঠায় শ্ৰীমতীর নিকট নানাপ্রকার মন-জোগানো কথা বলিতে লাগিলেন এবং ভক্তের দ্যায় বত্ব দেখাইয়া বিধিমতে র্তাহার মনস্তুষ্টি সাধন করিলেন । এইরূপে ট্যালের যখন দেখিলেন, জমিটি বেশ প্রস্তুত হইয়াছে, তখন সেই প্রখ্যাত সম্রাটু-কন্ধুকী শ্ৰীমতীর মন বুঝিবার জন্য, সম্রাটের গুণকীৰ্ত্তন আরম্ভ করিয়া দিলেন ;–র্তাহার প্রতিভা, তাহার যশকীৰ্ত্তির কথা সবিস্তারে বলিতে লাগিলেন ; পরে থিয়েটারের কথা পাড়িয়া বলিলেন, ‘থিয়েটারের রমণীরা সেই বীরপুরুষের একটি কটাক্ষলাভের জন্য কি উন্মত্ত ? র্তাহার কথার মাঝখানেই শ্ৰীমতী বলিয়া উঠিলেন –“হুজুর । মাপ করবেন, আমার সঙ্গিনীরা উন্মত্ত হতে পারে, কিন্তু তার সঙ্গে আমার কোন সংস্রব নেই, তাদের এইরূপ ব্যবহার আমি কিছুতেই মার্জন করতে পারি নে। আমার নিজের সম্বন্ধে আমি সাহস করে’ বলতে পারি, আপনার কর্সিকানিৰাসীর—কি দৃষ্টি, কি মূৰ্ত্তি—কিছুই আমাকে এ-পর্ব্যস্ত মুগ্ধ করতে পারে নি।” —-“এখন সমস্ত বুঝতে পারলেম। সম্রাটু ধে তোমাকে ভালবাসেন, তোমার ; এই ঔদাস্যই তার কারণ।” 象 ——“হঁ', কিন্তু সম্রাটু-বাহাদুরের ভালবাসার ধরণটি ভারি অন্ধুতরকমের—তিনি যাকে ভালবাসেন, তাকে তিনি সাধারণ অপরাধীর মত কারাগারে পাঠিয়ে দেন।” —“তার কারণ, বোনাপার্ট ঈর্ষার আগুনে জলচেন ; আর, জানই তো, ঈর্ষার বশে লোকে অন্ধ হয়ে কি না করে । তোমার প্রতি আtর-একজনের ভালবাসা সন্দেহ করে তিনি তোমাকে শাসন করেছিলেন ।” - —“আর-একজন আবার কে ?— কার উপর আমার ভালবাসা ? হুজুর । খুলে বলুন—খুলে বলুন ।” • ——“আবার কে ?—সেই ভাগ্যবান্‌ পুরুষ, যে তোমার মন হরণ করেছে—সেই শুপিতালের উপর তোমার ভালবাসা—ন, ও-সব কথায় আর কাজ নেই—এখন অন্ত কথা কওয়া যাক। আমি একজনের হয়ে কেন মিছে বলতে যাই, বিশেষ যখন সে আমার উপর বলবার কোন ভার দেয় নি।” ট্যালের ভাবিলেন, একবারের পক্ষে যথেষ্ট বলা হইয়াছে ; শ্ৰীমতীর চিন্তাপ্রবাহের পথ মুক্ত রাখাই এস্থলে সুপরামর্শ । ইহার পর, যে-সব কথাবাৰ্ত্ত হইল, তাহার মধ্যে চতুরচুড়ামণি সম্রাটুের আর কোন কথা পাড়িলেন না ; কেবল কথায়কথায় একবার জানাইয়া দিলেন যে, "রোজিন"এর ভূমিকা গ্রহণ করিবার নিমিত্ত সম্রাটু শ্ৰীমতী মাস কে নিজের “মালমেজো”-থিয়েটারে আহবান করিয়াছেন।