পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] সম্রাটের প্রতিশোধ। G:8ტ মধ্যেই, গণ্য-এখন নেপোলিয়ানের কথা হচ্চে * বলি, তুমি কি শুনতে চাও, কাল সেই রোজিনকে দেখে সম্রাটু আমার সাম্নে কি বলেচেন ?” — “হঁ, বলুন না ।” “ত হ’লে তুমি যে বেয়াদবী মনে করবে।”

  • বরং আপনার অকপট ভাব দেখে আমি আরো খুনী হব।” o

—“তবে বলচি শোনো ;—সম্রাটু অতি কোমল স্বরে তাকে বল্লেন ৪—“যতই তোমার অভিনয় দেখি, ততই আমার মনে হয়, শ্ৰীমতী বুর্গোয়াকে যে এক মুহূর্বের জন্ত ও আমার ভাল লেগেছিল, সেটা আমার পক্ষে অমার্জনীয়।” —“সত্যি ? ...তাতে আমার সর্থী’ কি উত্তর করলেন ?” —“তিনি উত্তর আর কি করবেন, ঐ প্রশংসায় তিনি একেবারে ঢলে পড়লেন।” -"ब्रक्रिी श्रीब्र कि !“यनि রোজিনের জায়গাটা আমি নিতেম, তা হ’লে কি সে অত জারিজুরি করতে পারতে ?— আমি ছেড়ে দিলেম ৰuলই না সে ঐ জায়গাটা সহজে পেলে ।” –"आभाब्र७ ८ङ उरे भत्न इब्र। ‘রোজিন সেজে সে যে বাহব পাচ্চে, সে তার নিজের গুণে নয়। তবে, সে যে বাহব পাচ্চে, সেটা সত্যি ।” —-"আমি ইচ্ছে করলে তার জারিজুরি এখুনি ভেঙে দিতে পারি—ষতদিন আমার সে ইচ্ছে না হচ্চে, ততদিন সে বাহবা পাক " " —“আমি বলি, সে ইচ্ছেটা তোমার এখনি হোক না কেন। বুঝচ না, এই অপমানে তোমার যে পদার নষ্ট হচ্চে।” শ্ৰীমতী একটু ইতস্তত করিয়া বলিলেন —“আচ্ছা, আমি রাজি । দেখা ষাকৃ, শ্ৰীমতী মাসের কতটা ক্ষমতা। কিন্তু দেখুন, আপনি এসব কথা শুাপ তালের কাছে ঘুণাক্ষরেও প্রকাশ করবেন না। আর, আমার বিষয় সম্রাটের কাছে যদি কিছু বলতে হয়, তার উপরে আমার ৰে বিদ্বেষ ভাব আছে, সে কথা যেন তাকে কিছুমাত্র बलi नi श्श्च ।” ট্যালের তাহার অমুকুলে সমস্ত নীতিকৌশল প্রয়োগ করিবেন বলিয়া শ্ৰীমতীর নিকট অঙ্গীকার করিলেন । সপ্তাহ অতীত না হইতে হইতেই তিনি উৎফুল্লমুখে তাহার নিকট আবার আসিয়া উপস্থিত হইলেন এবং বলিলেন —“তোমার নাম করে একটু আশা-উৎসাহের কথা বলবামাত্রই শ্ৰীমতী মার্সের পরে নেপোলিয়ানের যে একটু মন ভিজেছিল, সেটা তৎক্ষণাৎ গুকিয়ে গেল । তার প্রতি তুমি অমুকুল, এই কথা শুনে তিনি এত আনন্দিত হলেন যে, কি বলে’ যে তোমাকে ধন্যবাদ দেবেন, সেটা ভেবেই পেলেন না।” প্রত্যাশিত মুখের আস্বাদ পেলে রমণীর कईचब्र cवक्रश्न श्हेब्र धारक, cगहे क$षट्ब्र শ্ৰীমতী বলিলেন —“সম্রাটু-বাহাদুরের খুৰ অনুগ্রহ।” . ট্যালের আবার আরম্ভ করিলেন – "সম্রাটু শেষে এই কথা বল্লেন, “আমার হয়ে শ্ৰীমতী বুর্গোন্ধ্যাকে ধগুৰাদ দেবে,আর তাকে