পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা। ] , ঠিক আট-ঘটিকার সময় শাদা-চারঘোড়ার একটা জাকাল গাড়ি শ্ৰীমতীর দরछांग्र श्रांगिब्र! मैंफ़ांहेण । त्रङिएनजौ कूज्जिআসিয়া তাহাতে বসিয়া পড়িলেন ; এবং অনতিবিলম্বেই ‘সন্মানের সোপান দিয়া প্রাসাদের উপর উঠিতে লাগিলেন ; "মার্শণ"নামক সম্রাটের একজন পরিচারক আগেআগে পথ দেখাইরা চলিতে লাগিল । পরিচারক বে ঘরটিতে লইরা গিয়। তাহাকে বসাইল, তাহার সাজসজ্জা দেখির তিনি অবাকৃ হইলেন। আস্বাবের মধ্যে, একটি ঝাড়, একখানি কোঁচ, আর একটি ছোট গোল টেবিল—এইমাত্র। কিন্তু সেই ভাবী ডচেশ নিজ পদগৌরবের মুখস্বপ্নে এম্নি নিমগ্ন ছিলেন বে, এই সব খুটিনাটি তার মনে বড়-একটা স্থান পাইল না। তিনি সেই কোঁচখানিতে যথাসম্ভব জুৎ করিয়া বসিয়া কল্পনার দেtলার মনকে দোলাইতে লাগিলেন। এইভাবে সওয়া-ঘণ্টা-কাল কাটিয়া গেল। তখন তাহার মনে হইল, সম্রাট, র্তাহার অভ্যর্থনার জন্ত যথেষ্ট আয়োজন করেন নাই। তথাপি এখনও তাহার আশা যায় নাই। তিনি মনে মনে ভাবিতে লাগিলেন, সম্রাট এখনি আসিবেন। আরো সওয়া-ঘণ্ট-কাল তাহার পথ চাহিয়া রহিলেন। তথাপি সম্রাটের দেখা নাই। সম্রাটের এই খাতির-নদারদ তাব দেখিয়া তিনি আর ধৈর্য্য ধরিয়া থাকিতে পারিলেন ना। डौभउँौ अशौब्र रुहेब्रा शंउ-घने वांछांইঙ্গ দিলেন'। এ সম্রাটের পরিচারক মার্শ" আসিয়া উপস্থিত হইল। * সম্রাটের প্রতিশোধ । Q86. ——“শ্ৰীমতীর কি আদেশ ?”— বিনীতভাবে পরিচারক জিজ্ঞাসা করিল । , “নিশ্চয়ই সম্রাট এখনও জানতে পারেন নি যে, আমি এসেছি ?” ——“শ্ৰীমতী আমাকে মার্জন করু বেন, সম্রাট দুইজন জাদ্রেলের সঙ্গে এখন কথা কচ্চেন ।” ——“একবার তাকে মনে করিয়ে দেবে কি, আমি তারই আদেশমত এখানে এসেছি। র্তার দর্শন পাবার আমারও অধিকার অাছে।” ——“শ্রীমতি,আমি এখনি তাকে গিয়ে বলুচি।” বিশ মিনিট —সে বিশ মিনিট, যেন ফুরায় না—এই ভাবে চলিয়া গেল। তথাপি কোন উত্তর নাই। শ্ৰীমতীর ধৈর্য্যচুতি ঘটিল। আবার তিনি হাত-ঘণ্টাটা সজোরে বাকাইয়া দিলেন । প্রশাস্তমুথে পরিচারক আবার আসিয়া দেখা দিল । —“কৈ ?—সম্রাট, ”—কম্পিতম্বরে অভিনেত্ৰী জিজ্ঞাসা করিলেন । “শ্ৰীমতি, সম্রাটের নিকট আমি গিয়াছিলাম।” “তিনি কি উত্তর দিলেন ?” —“তিনি আপনাকে একটুখানি সবুর করতে বল্লেন ।” "একটুখানি ?—আমি যে দু’ঘণ্ট ধরে’ এই পচা এ দো ঘরে ছাপিয়ে মরচি। সম্রাটকে বল, আমি এখনি তার সঙ্গে দেখা করতে চাই।” এবার পরিচারক অল্পসময়ের মধ্যেই