পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&& 3 बत्रगर्नन। [ ২য় বর্ষ, মাখ। (Mechanics এর) ক-খ’র সঙ্গে যদি তোমার ঘূণাক্ষরেও পরিচয় থাকিত, তাহা হইলে বলিৰামাত্রই বুঝিতে পারিতে যৈ, গতিরই সঙ্গে গতি মেশামিশি করে, গতিরই সঙ্গে গতি যোঝাবুঝি করে, গতিরই সঙ্গে গতি বেগ বিনিময় করে ; গতির সমস্ত সম্বন্ধ স্বজাতির মধ্যেই—গতির মধ্যেই—আবদ্ধ ; তাহা নিছক শক্তিরই ব্যাপার ; তাহা জ্ঞানেরও সহিত কোনো সংস্রব রাখে না— সত্তারও সহিত কোনো সংস্রব রাখে না।” বুঝিলাম ! ইনি যদি আমার স্পৰ্দ্ধা মার্জনা করেন, তবে ইহাকে একটি কথা আমি জিজ্ঞাসা করিতে চাই ঃ– জ্যামিতি-বিদ্যা কি তাহার মুখস্থ-বিদ্যামাত্র-ন আর-কিছু? শুধুই যদি তাহ মুখস্থ বিদ্যা হয়, তাহ হইলে মুখে “রেখা" “সমতা” প্রভৃতি কতকগুলা বাধি-গৎ উচ্চারণ করিলেই সে বিদ্যার যথেষ্ট পরিচয় দেওয়া হয়—মনে কিছু না তাবিলেও চলে। তাহ যদি না হয়—জ্যামিতি-বিদ্যা শুধুই যদি মুখস্থবিদ্যা না হয়, তবে মুখে রেখা-শব্দ উচ্চারণ করিবার পূৰ্ব্বে মনে রেখা ভাবন করা আবশ্বক—দোকানের বহিদ্বারের ললাটে জম্বকালো অক্ষরে “কাশ্মীরি শাল” মুদ্রাঙ্কিত করিবার পূৰ্ব্বে দোকানের ভিতর-মহলে কাশ্মীরি শাল গুছাইয়া রাখা আবগুক । মনে রেখা ভাবনা করিতে গেলেই চিদাকাশে রেখা টানা ব্যতিরেকে আর-কোনো উপায়ে তাহা সম্ভাবনীয় নছে। অতএব প্রতিবাদীর জ্যামিতি-বিদ্যা শুধুই যদি মুখস্থ বিদ্যা না হয়, তবে মুখে রেখা-শৰ উচ্চারণ করিবার পূৰ্ব্বে মলের আলেখাপটে মনে মনে একটা রেখা টানা তাহার পক্ষে নিতান্তই আবগুক । মনের জালেখ্যপটে মনে মনে রেখা টান। একপ্রকার ক্রিয়া— মানসিক ক্রিয়া । মানসিক ক্রিয় মনের শক্তিস্ফূৰ্ত্তি। তবেই হইতেছে যে, “জ্যামিতিক-রেখা শুধুই কেবল জ্ঞানের ব্যাপার—শক্তির সহিত মূলেই তাহার কোনো সম্পর্ক নাই” এরূপ একট। কথা নিতান্তই গায়ের জোরের কথা, তাহা যুক্তির বড়-একটা ধার ধারে না। তোমার জ্যামিতিক-রেখার তো এই দশা—তাহার আবার একটা শনিবারের দোসর জুটাইরাছ সমতা ! দুটা রেখা দেখিবামাত্রই—না ভাবিয় না চিন্তিয়া—আমি যদি বলি যে, উভয়ে পরম্পরের সহিত সমান, তবে তাহা অামার একটা মুখের কথামাত্র হইয়াই ক্ষান্ত থাকিবে। পক্ষাস্তরে, আমি যদি রেখাদুটাকে পরস্পরের গায়ে-গায়ে মিলাইয়। মাপিয়া দেখিয়া, অথবা, সে-ফুটাকে একেএকে তৃতীয় কোনো রেখার গায়ে-গায়ে মিলাইয়া মাপিয়া দেখিয়া বলি যে, উভয়ে পরস্পরের সহিত সমান, তাহা হইলেই আমার মুখের কথার সহিত মনের কথার মিল থাকিবে । মনে মনে মানসিক রেখাদ্বয়কে গায়ে-গায়ে মিলানো একপ্রকার যোজনা-ক্রিয়া-মানসিক যোজনা-ক্রিয়া । মানসিক যোজনা-ক্রিয়া মনের শক্তিস্ফূৰ্ত্তি, তাহাতে আর ভুল নাই। তবে আর কেমন করিয়া বলিব যে, জ্যামিতিক সমতা শুধুই কেবল জ্ঞানের ব্যাপার—শক্তির সহিত মূলেই তাহার কোনো সম্পর্ক নাই ! "জ্যামিতিক রেখা, তথৈৰ জ্যামিতিক ཀ་རྡ༩ , জ্ঞানের