পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] অশোক, 6 && নিয়ে গেছ কতখানি মোর প্রাণ হতে, দিয়ে গেছ কতখানি এ জীবনস্রোতে । কত দিনে কত রাত্রে কত লজ্জাভয়ে কত ক্ষতিলাভে কত জয়ে পরাজয়ে রচিতেছিলাম যাহা মোরা শ্ৰাস্তিহার সাঙ্গ কে করিবে তাহা মোরা দোহে ছাড়া ? সন্ধান। স্বল্প-আয়ু এ জীবনে যে কয়টি আনন্দিত দিন— কম্পিত পুলকভরে, সঙ্গীতের বেদন-বিলীন— লাভ করেছিলে, লক্ষ্মি, সে কি তুমি নষ্ট করি যাবে ? সে আজি.কোথায় তুমি যত্ন করি রাখিছ কি ভাবে তাই আমি খুজিতেছি ! সূৰ্য্যাস্তের স্বর্ণমেঘস্তরে চেয়ে দেখি একদৃষ্টে,—সেথ কোন করুণ অক্ষরে লিথিয়াছ সে জন্মের সারাহ্লের হারানো কাহিনী ! আজি এই দ্বিপ্রহরে পল্লবের মৰ্ম্মর রাগিণী তোমার সে কবেকার দীর্ঘশ্বাস করিছে প্রচার ! আতপ্ত শীতের রৌদ্রে নিজহস্তে করিছ বিস্তার কত শীতমধ্যাহ্লের স্বনিবিড় সুখের স্তব্ধতা ! আপনার পানে চেয়ে বসে বসে ভাবি এই কথা— কত তব রাত্রিদিন কত সাধ মোরে ঘিরে আছে, তাদের ক্ৰন্দন শুনি ফিরে ফিরে ফিরিতেছ কাছে ! অশোক । বজ যথা বর্ষণেরে আনে অগ্রসরি’ কে জানিত তব শোক সেইমত করি । আনি দিবে অকস্মাৎ জীবনে আমার বাধাহীন মিলনের নিবিড় সঞ্চার । , মোর অশ্রুবিন্দুগুলি কুড়ায়ে আদরে গাথিয়া সমস্তে পরি’ ব্যর্থশোক পরে নীরবে হানিছ তব কৌতুকের হাসি ।