পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qミ বঙ্গদর্শন । সেই চমৎকার নীরব রজতগুভ্র স্বপ্নাতীত ছায়া আর আলে। যেখাস্বর্গ শিবে ডুবি ধন্ত মানি চুপ্ত করে থাকি। এরূপ শীঘ্র শীঘ্ৰ সারিয়া দিলে কবিতাটির বিচিত্ৰত উপলব্ধ হইবে না । Mrs. Sutherland বলেন যে, এক কথায় ব্রাউনিংএর কবিত্বশক্তি বুঝাইতে গেলে বলা যাইতে পারে, “বাস্তবের উপর অবারিতরূপে কল্পনার প্রতিপাদন” সেই একটি কথা । এই উক্তির প্রমাণ আমাদের আজিকার আলোচ্য কবিতাটিতে বিশেষরূপে দেখা যাইবে । চতুর্দিক হইতে কত মূৰ্ত্তি, দৃশু, ক্রিয়া আসিয়া একটি ভাবকে পরিস্ফুট করিয়া যায়। কীট্‌সের হাতে যেমন “all beauty with an easy span’ To সৌন্দৰ্য্য একটি সহজব্যাপ্ত আকর্ষণে উঠিয়া আসিত, ব্রাউনিংএর মনেও তেমনি নানা সুন্দর চিত্র সঙ্গতিসূত্রে সহজে আসিয়া সমুদিত হয়। অবং কীটুসএ ব্রাউনিংএ যথেষ্ট তফাৎ আছে। যাকৃ, আজিকার এই কাব্যখণ্ডে এই বিচিত্রতার উপলব্ধির জন্ত, —বারংবার সমালোচনার প্রতিবন্ধে প্রতিহত হইলেও, একবার শেষ পর্য্যন্ত যাইব । কবি বলিতেছেন যে, চিত্রকর র্যাফেল একবার একথানি চতুর্দশপদীর কাব্য লিথিয়ছিলেন, ড্যাণ্টে এক যার একটি ছবি আঁকিবার প্রয়াস পাইয়াছিলেন । এস আমরা নিরবচ্ছিন্ন ম্যাডোনার ছবি দেখা ছাড়িয়া দিয়া একবার ঐ কবিতাটি পড়ি । এস আমি আর তুমি ড্যাণ্টের একখানা নুতন (Inferno) ইন্‌ফাৰ্ণে পাঠ ত্যাগ কৃরিয়া ঐ ছবিটি একবার দেখি–কিন্তু সে [ বৈশাখ বই হারাইয়া গিয়াছে, সে ছবি আঁকা নহয় নাই-আর দেখা যাইবে না। • "ইহার অর্থ কি ? র্যাফেলের কাব্য, ড্যান্টের ছবির কথা কেন বলিলাম ? অর্থ কি ? অর্থ এই যে :- সেই এতক্ষণ যাহা বলিয়া আসিতেছিলাম,—সেই শেষ কথাটি, সেই গুঢ়তম কথাটি। সে কথা সব সময়ে বলা যায় না। একবারমাত্র, একদিনমাত্র বলা যায় । রূপরসগন্ধম্পর্শশব্দে চঞ্চল ংসার, নরনারীর কৰ্ম্মকাণ্ডে বিক্ষুব্ধ সংসার, —নিগুঢ়, মৌন ভাবজীবনের এতই বিসংবাদী যে, সে কথাটি একবারমাত্র বলা সম্ভব। একদিন দিগন্ত বড় গম্ভীর হইয়াছিল, বর্ষাসিক্ত পৃথিবীতে অপারোরাজ্যের আলে৷ পড়িয়াছিল, সেইদিন প্রকৃতির কবি বলিয়াছিলেন— “এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরষায় ।" একদিন ঘননীল মেঘে উদয়পথ ঢাকিয়া গিয়াছিল, গগনে মসীকৃষ্ণ এক অতুল গম্ভীৰ্য্য অবগাহন করিতেছিল, সেদিন প্রকৃতির কবি বলিয়াছিলেন— “আজি – & বলিতাম জীবনের যত কথা আছে বচনে পড়িত নীল জলদের ছায় ধ্বনিতে ধ্বনিত অt উইরোল বায় ।” আপনার হৃদয়ের জোরের কথা থাক, প্রক তির কবির কাছে বাহ্যিক প্রকৃতির এতট আয়োজনের পর তবে সে কথাটি বলা যায়। এই শেষ কথাটি তাই অল্প লোকেই বলিতে পারে। প্রথমত রবার্ট ব্রাউনিংএর দ্যায়