পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] আরো একটি কথা । Q & • অতঃপর কবি আনন্মের স্বর পরিপূর্ণতম করিয়া একটি উল্লাস দিয়াছেন। যথা – সেই ম্যাডোনা-অণকা রাফেল একটি " গীত লিখিয়াছিলেন,আমি মাথার মধ্যে তাহাই গাহিতেছি—সেই ইন্‌ফার্ণের কবি ড্যাণ্টে একটি পরীর ছবি • আঁকিয়াছিলেন-দেখ তাহা আমি বক্ষে ধারণ করিয়া ফিরিতেছি । এইখানেই কবিতাটির সমাপ্তি। বিবাহ ত সংসারে প্রতিদিনই হইতেছে। বৰ্ব্বর হইতে আরম্ভ করিয়া ঋষি পর্য্যস্ত সকলেই ত বিবাহ করিতেছে। বিবাহসম্বন্ধে অনেকের অনেকানেক মত ত গুনিয়াছি । হিন্দুদের বিবাহোদেশের প্রশংসা শতশতমুখে শুনিতে পাইয়াছি, ওদিকে আবার সুপ্রসিদ্ধ সাহিত্যিকের ক্রুটজার সনাটা গ্রন্থও পড়৷ যায়। কিন্তু সেই বিবাহের-এ কি স্বীকার্য্য নহে যে, বিবাহ অধিকাংশ স্থলেই বিকৃত, আদর্শের পন্থা হইতে বিচুত এবং বীভৎস ? —সেই বিবাহের উপর কে এমন মধুর-গভীর আলোপাত করিতে পারিয়াছে ? জীবনে ও কবিতায় যে মিল, সে *fs foot-'One word more'Giosoft অন্তত আমার কাছে এত মনোরম—এমন সুধাময়। পাঠকপাঠির্কীগণ ! সাধ্যানুসারে আজ আপনাদিগকে ব্রাউনিংএর একটি কবিতা উপহার দিতে যত্ন পাইলাম। আপনার ব্রাউনিংএর মৰ্ম্ম ইহাতে কতদূর অবগত হইবেন, জানি না, কিন্তু আমি এই কবিতাটিকে ব্রাউনিংএর একটি অত্যাশ্চর্য্য স্বাভাবিক কবিতা বলিয়া অনেকদিন হষ্টল বাছিয়া লইয়াছি। ইহার সঙ্গে এখন সেই ‘কবিমগুলের শশী ব্যারেট ব্রাউনিংএর একটি কবিতা তুলিয়া দিলে আমার প্রবন্ধ পরিপূর্ণ হয় না কি ? এ কবিতাটি কাহার প্রতি লেখা হইয়াছে, সহজেই বুঝা যাইবে :– How do I love thee ? Let me count the ways. I love thee to the depth ond breadth and height My soul can reach, when feeling out of sight For the ends of Being and ideal Grace. I love thee to the level of every day's Most quiet need by sun ard candle-light. I love thee freely as men strive for Itight ; I love thee purely as they turn from praise I love thee with the passion put to use In my old griefs, and with my childhood's faith. I love thee with a love I seemed to lose With my lost Saints, I love thee with the breath Smiles, tears, all my life 1 and, if God chrose, I shall but love thee better a*ter death. অতঃপর আশা করি, সেই novel silent silver lights and darks co ‘চমৎকার নীরব রজতণ্ডত্র আলো আর ছায়।’র মৰ্ম্ম কিছুকিছু বুঝা যাইবে । শ্ৰীসতীশচন্দ্র রায় ।