পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ সংখ্যা। ] • সার সত্যের আলোচনা। ब्रश्न . করি ना-निवान-७श्वप्नब्र जङ- আমাদের তার তমলাচ্ছন্ন ব্যক্তির তুলনার আমাকে বায়ুর আশ্রয়ে নির্ভর করিতে হইरवहे ? श्रब्र-*ांनौरव्रब्र छछ धृद्धिक-छरशब्र আশ্রয়ে নির্ভর করিতে হইবেই ; আলোকউত্তাপের জন্য অখ্রিস্থধ্যের আশ্রয়ে নির্ভর করিতে হইবেই। তবে, এমন হইলে হইতে । পারে যে, কোনো যোগসিদ্ধ পুরুষ দেবলোকনিবাসীদিগের স্তায় পৃথিবীর সঙ্গ ছাড়িয় নূতন এক স্বল্পতর জগতের সহিত বঙ্গত পাতাইয়া সেখান হইতে স্থঙ্ক-শরীরের উপাদান এবং প্রাণ-মন-বুদ্ধির উপজীবিকা তলেতলে সংগ্রহ করেন। তাহা যদি হয়, তরে সে-সমস্ত উপাদান এরং উপজীবিকা’র জন্য যোগী পুরুষ পৃথিবীর নিকটে ঋণী ন হইলেও নুতন-এক-তরে স্বক্ষ অপার্থিব রাজ্যের নিকটে অবশু বলিতে হইবে ঋণী । মনে কর, যেন পূৰ্ব্বে আমি কলিকাতায় বায় কল্পিতাম—এক্ষণে হিমাচলে বাস করিতেছি! এক্ষণে আমাকে কলিকাতার আইন মানিয়া চলিতে হইতেছে না—ইহা সত্য। কলিকাতার যেন আইন মানিয়া চলিতে হইতেছে না—হিমাচলের তো আইন মানিয়া চলিতে হইতেছে। তার সাক্ষী—কলিকাতায় আমি খালি-গায়ে থাকিতাম, এখানে আমি আমার গায়ে সাতপুর কম্বল জড়াইয়ুও সস্তুষ্ট নহি। তেমনি কোনো যোগী পুরুষ যদি পৃথিবীরাজ্য হইতে সরিয়া দাড়াইয়া আর-এক উচ্চ রাজ্যে ভৰ্ত্তি হন, তবে সেই নূতন রাজ্যের নিয়মাবলী মিরপ্তই উহাকে মানিয়া চলিতে হইবে। প্রকৃত ক্ষধ বাছ, তাহ এই – এরূপ মহাপুরুষ ক্ষালে কালে পৃথিবীতে জন্মগ্রহণ লৈছেন এবং কনেঙ,বাহার W2 দ্বিপুরুষ। কিন্তু আমাদের তুলনাঙ্ক. সিদ্ধপুরুষ স্বতন্ত্র, এবং প্রকৃতপ্রস্তারে সিদ্ধপুরুষ স্বতন্ত্র। প্রকৃত কথা এই যে, জয়ন্ত্র সিদ্ধপুকুর নহে-মনুস্থ্য সাধক গুরুষ । ফলেও এইরূপ দেখা যায় যে, যোগসাধক: . যে-কোনো সিদ্ধি লাভ করিতে চেষ্টা করুন না কেন—লে সিদ্ধি পূৰ্ব্ব হইতেই আমাদের চক্ষের সম্মুঞ্জে অনেককাল হইয়া বসিয়া আছে। তুমি আকাশে উড়িতে ইচ্ছা করিতেছ—প্ৰতঙ্গ-বিহঙ্গ অনেককাল পূর্ব হইতে আকাশে উড়িতেছে। তুমি ধোয়াকলে জাহাজ চালাইতেছ—ধেীয়া অপেক্ষা শতকোটিগুণ স্বল্পাৎস্থঙ্ক রাস্পষোগে জীৱশরীর অনেককাল হইতে পৃথিবীতে চলাফেরা করিতেছে। যে-কোরো বিষয়েই তুমি সিদ্ধির অল্প একরত্তি মাভাস অনেক সাধ্যসাধনায় উপার্জন করিয়া আপনাকে ধন্স তাহা পূরামাত্রায় হইয়া বসিয়া আছে। তুমি ক্ষুদ্র ব্ৰহ্মাও—তোমার চতুর্দিকে বৃহৎ ব্রহ্মাও । বৃহৎ ব্রহ্মাণ্ডের বৃহৎ সিদ্ধি তাহার চিরন্তন সম্পত্তি—তোমার ক্ষুদ্র ব্ৰহ্মাণ্ডের ক্ষুদ্র সিদ্ধি সবে মাত্র আজিকের নূতন আমদানি । বৃহৎ ব্ৰহ্মাণ্ডের বৃহৎ সিদ্ধি তোমার ক্ষুদ্র ব্ৰহ্মাণ্ডের ক্ষুদ্র সিদ্ধিকে অনেককাল গ্রাস করিয়া বসিয়া ক্সছে। তুমি সাধনার যত কিছু শক্তি উপার্জন রুরিতেছ, সমস্তই বৃহৎ ব্ৰহ্মাণ্ড , হইতে জলিতেছে ; জার, যত ত্ব-প্রকার সিদ্ধি লাভ করিবার জন্ত প্রাণপণ চেষ্টা ব্ৰহ্মাণ্ডে দেদীপ্যমান রহিয়াছে। অতএব