পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন । [ जाछै। রাজা তুমি নহ, হে মহাতাপস, তুমিই প্রাণের প্রিয়! ভিক্ষাভূষণ ফেলিয়। পরিব ८ठांभाज्ञि उखद्रौञ्च । দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন তোমার মন্ত্র অগ্নিবচন তাই আমাদের দিয়ে। পরের সজ ফেলিয়া পরিব তোমার উত্তরীয় ! দীও আমাদের অভয়মন্ত্র, অশোকমন্ত্র তব ! দাও আমাদের অমৃতমন্ত্র, দাও গে। জীবন নব ! , যে জীবন ছিল তব তপোবনে, যে জীবন ছিল তব রাজাসনে, মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়। লব । মৃত্যুতরণ শঙ্কাছরণ দী ও সে মন্ত্র তব ! গৌড়ের পূর্বকাহিনী। গৌড়ীয় হিন্দুসাম্রাজ্যের ধারাবাহিক ইতিহাস কোন কথা সত্য, কোন কথা কল্পনাসঙ্কলিত হইবার সম্ভাবনা নাই। পুরাকালে প্রস্থত,--তাহার তথ্যনির্ণয় করা কঠিন সাম্রাজ্যবিশেষের ধারাবাহিক ইতিহাস লিখিত হইত বলিয়া প্রমাণ প্রাপ্ত হওয়৷ যায় না। তজ্জন্ত প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনাও মুখে মুখে রূপান্তরিত হইয়া কাহিনীমারে পরিণত হইয়াছে। সে কাহিনীর হইয়া উঠিয়াছে। সৌভাগ্যক্রমে কতকগুলি পুরাতন শিলালিপি ও তাম্রশাসন আবিষ্কৃত হইয়া গৌড়ীয় হিন্দুসাম্রাজ্যের অস্তিত্বের সাক্ষ্যদান করায়, ঐতিহাসিক তথ্যানুসন্ধানের জন্য