পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] গৌড়ের পূর্বকাহিনী। به وی\ শাক্যমতের প্রাঙ্কুর্তাব হইলে, বৈদিকুমতাবলম্বিগণ প্রথমে বাহুবল ও পরে তর্কবলের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। অশোক বৌদ্ধমন্ত্রে দীক্ষিত হইলে, তাহfর ভ্রাতাকে রাজা করিয়া বৈদিকাচাররক্ষার্থ ব্রাহ্মণগণ আয়োজন করিয়াছিলেন ; তাহাদের চেষ্টায় বুদ্ধগয়ার বোধিক্রম বিনষ্ট হইয়। অশোকের যত্নে পুনঃ প্রতিষ্ঠিত হয়। এ সময়ে বোধিদ্রুমের উপর নানারূপ আক্রমণ নিবারণের জন্য অশোক তাহাকে বেষ্টন করিয়া এক প্রাচীর নিৰ্ম্মাণ করিয়া প্রহরী নিযুক্ত করিতে বাধ্য হইয়াছিলেন। * তথাপি অশোকের পরবর্তী সময়ে আর একবার বোধিদ্রুম বিধ্বস্ত হইয়াছিল।+ চীনদেশীয় বৌদ্ধসন্ন্যাসী হিয়ঙ্গথসাঙ্গের ভারতভ্রমণের অত্যন্নকাল পূৰ্ব্বে এই ঘটনা সংঘটিত হয়। র্তাহার ভ্রমণকাহিনীতে ইহার উল্লেখ আছে । গৌড়ীয় নরপতি সসাঙ্গক এই অভিযানের অধিনায়ক বলিয়া শুনিতে পাওয়া যায় । কিন্তু তাহার বিষয়ে আর কোন ঐতিহাসিক उ१r ७धांश्ॐ झ eग्न यांग्र नl । খৃষ্টীয় পঞ্চম শতাব্দীতে চীনদেশীয় বৌদ্ধসন্ন্যাসী ফ হিষ্ট্রান্‌ ভারতভ্রমণে বহির্গত হইয়। গৌড়ান্তর্গত চম্পা ও তাম্রলিপ্তি নগরে উপনীত হইয়াছিলেন। তাহার ভ্রমণবৃত্তান্তে তাম্রলিপ্তির সবিশেষ সমৃদ্ধির পরিচয় প্রাপ্ত হওয়া যায়। খৃষ্টীয় সপ্তম শতাব্দীতে ছিয়ঙ্গথসাঙ্গ গৌড়রাজ্যের প্রধান নগর পেগুবৰ্দ্ধনেও উপনীত হইয়াছিলেন । তৎকালে এই প্রদেশ জ্ঞানালোচনার জন্ত সবিশেষ খ্যাতিলাভ করিয়াছিল। বাহুবলেও গৌড়ীয়গণ দুৰ্দ্ধৰ্ষ বলিয়া পরিচিত ছিলেন। এই সময়ে মগধ ও গৌড় পৃথকৃ রাজ্যে পরিণত হইয়াছিল বলিয়া বোধ হয় । মগধসাম্রাজ্যের অভু্যুথানের হ্যায় অধঃপতনকাহিনীও উপকথামাত্রে পরিণত হইয়াছে। প্রাচীন কীকটদেশ কুরুক্ষেত্রসমরের অতাল্পকাল পূৰ্ব্বে মগধনামে পরিচিত হইয়া জরাসন্ধের রাজ্যরূপে খ্যাতিলাভ করিয়াছিল। রাজগৃহে এই পুরাতন মগধরাজধানীর ংসাবশেষ ও জরাসন্ধের বৈঠক” অদ্যপি পুরাতত্ত্বানুসন্ধানপরায়ণ পণ্ডিতগণের তর্কবিতর্কে আচ্ছন্ন হইয়া রহিয়াছে। তৎকালে মগধরাজ্য বহুবিস্তৃত বলিয়া পরিচিত ছিল না। চন্দ্রগুপ্তের শাসনসময়ে মগধের অধিকারবিস্তৃতির স্বত্রপাত হয় ;-অশোকের শাসনসময়ে তাহ সমগ্র আর্য্যাবৰ্ত্তে ব্যাপ্ত হইয় পড়ে । উত্তর কালে কাশ্মীর, কান্তকুজ ও গৌড়, মগধরাজ্য হইতে বিচ্ছিন্ন হইয়। নানা কলহবিবাদের সূত্রপাত করিয়াছিল। ক্রমে পশ্চিম হইতে কান্তকুজ ও পূৰ্ব্ব হইতে গৌড়রাজ্য মগধের হৃতাবশিষ্ট অধিকার কুক্ষিগত করায়, মগধের স্বতন্ত্র অস্তিত্ব বিলুপ্ত হইয়া যায় ! ইতিহাসবিখ্যাত মগধসাম্রাজ্যের ধ্বংসসাধনে কাশ্মীরও কিয়ৎপরিমাণে সহায়তাসাধন করিয়াছিল। অশোকশাসনসময়ে কাশ্মীর মগধসাম্রাজ্যের অন্তর্গত থাকিয়া কালক্রমে স্বতন্ত্র

  • হিমুঙ্গের তীর্থভ্ৰমণসময়েও এই প্রাচীরের কিয়দংশ বর্তমান ছিল। S DDDD DDDBBBBB BBBBB BB BBBB BDD DDBB BB BBBB BBBB BB BB BS এক্ষণে যে বৃক্ষ বর্তমান আছে, তাহ বহুপুরাঙন যলিয়া স্পৰ্দ্ধা করিতে অক্ষম ।