পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

فناه 3 বঙ্গদর্শন। , [ ভাত্র। পাকা আতা পাড়িয়া আতাগাছের তলায় বসিয়া খাইল, দুই সখীতে দীঘির জলে পড়িয়া দীর্ঘকাল ধরিয়া স্নান করিল। এই দুই নারীতে মিলিয়া একটি নিরর্থক আনন্দে, গাছের ছায়া এবং শাখাচু্যত আলোক, দীঘির জল এবং নিকুঞ্জের পুষ্পপল্লবকে পুলকিত, সচেতন করিয়া তুলিল । স্নানের পর দুই সখী আসিয়া দেখিল, চাকরদের গাড়ি তখনো আসিয়া পৌছে নাই। মহেন্দ্র বাড়ীর বারান্দায় চৌকি লইয়া অত্যন্ত শুষ্কমুখে একটা বিলাতী দোকানের বিজ্ঞাপন পড়িতেছে । বিনোদিনী জিজ্ঞাসা করিল, “বিহারিবাবু কোথায় ?” মহেন্দ্র সংক্ষেপে উত্তর “জানি না।” বিনোদিনী । চলুন তাহাকে খুজিয়৷ বাহির করি গে! 蠍 মহেন্দ্র । তাহাকে কেহ চুরি করিয়া লইবে, এমন আশঙ্কা নাই। ন খুজিলেও পাওয়া যাইবে । বিনোদিনী । কিন্তু তিনি হয় ত আপনায় জন্ত ভাবিয়া মরিতেছেন, পাছে দুর্লভরত্ন খোওয়া বায় । তাহাকে সাস্বনা দিরা আসা शांकृ । জলাশয়ের ধারে প্রকাণ্ড একটা বাধান বটগাছ আছে, সেইখানে বিহারী তাছার প্যাকুবাক্স খুলিয়া একটি কেরোলিন্‌চুল৷ বাহির করিয়া জল গরম করিতেছে। সকলে আসিবামাত্র আতিথ্য করিয়া বাধা বেদীর উপর বসাইয়া এক এক পেয়ালা গরম চা এবং ছোট রেকাৰীতে দুই একটি মিষ্টান্ন করিল— ধরিয়া দিল। বিনোদিনী বারবার বলিতে লাগিল, “ভাগ্যে বিহারিবাবু সমস্ত উদ্যোগ করিয়া আনিয়াছিলেন, তাই ত রক্ষা, নহিলে চা না পাইলে মহেন্দ্র বাবুর কি দশা হইত !” চা পাইয়া মহেন্দ্র বাচিয়া গেল, তবু বলিল, “বিহারীর সমস্ত বাড়াবাড়ি। চড়িতাষ্ঠী করিতে আসিয়াছি, এথানেও সমস্ত দস্তুর- λ মত আয়োজন করিয়া আসিয়াছে ! ইহাতে : মজা থাকে না ।” s বিহারী কহিল, “তবে দা ও ভাই তোমার চায়ের পেয়ালা, তুমি না থাইয়া মজা কর গে—বাধা দিব ন৷ ” বেলা হয়, চাকররা আfসল না। বিহারীর বাক্স হইতে আহারাদির সধ্ব প্রকার সরঞ্জাম বাহির হইতে লাগিল । চাল-ডাল, তরী-তয়কারী এবং ছোট ছোট বোতলে বিচিত্র পেষ। মসলা, আবিষ্কৃত হইল। বিনোদিনী আশ্চর্য্য হইয়া বলিতে লাগিল—“বিহারিবাবু, আপনি যে আমাদেরও ছাড়াইয়াছেন । ঘরে ত গৃহিণী নাই, তবে শিখিলেন কোথ। হইতে ?” বিহারী কহিল—“প্রাণের দায়ে শিখিয়াছি—নিজের যত্ন নিজেই করিতে হয় ।” বিহারী নিতান্ত পরিহাস করিয়া কহিল ; किरू बिटनांनिनौ श्रडौव्र रुहेब्रां दिशंबैौब्र ब्रूष করুণচক্ষের কৃপাবৰ্ষণ করিল। বিহারী ও বিনোদিনী মিলিয়া রাধাবাড়ার প্রবৃত্ত হইল। আশা ক্ষীণ সঙ্কুচিত ভাবে হস্তক্ষেপ করিতে আসিলে, বিহারী তাহাতে বাধা দিল । অপটু মহেন্দ্র সাহায্য করিবার কোন চেষ্টাও করিল না । সে গুড়ির উপরে হেলান দিয়া একটা পায়ের