পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રGe বঙ্গদর্শন । আশ্বিন। করিতেন । আচার্য্য অম্লান বদনে তৎসমস্তের একটা সমাধান করিয়া দিতেন । বর্ষপ্রবেশে র্যাহাদের ভাগ্য প্রসন্ন জান৷ যাইত, তাহার হাসি এবং আনন্দ লইয়া গৃহে ফিরিতেন ; অন্তের কতকটা চিন্তার ভার লইয়া আচার্য্যোপদিষ্ট গ্রহশাস্তির যথাসাধ্য উদ্যোগে ব্যাপৃত হইতেন । গ্রামের বড় বড় বাড়ীতে পঞ্জী শোনাইয়া এবং যাহাদের গ্রহবৈ গুণ্য ঘটয়াছে, তাহাদের গ্রহশাস্তির জন্ত স্বস্ত্যয়ন করিয়া আচাৰ্য্যরা বৈশাখমাসে অনেকটা কাঞ্চনমূল্য লাভ করিতেন । পুরোহিতেরা ও পুণা বৈশাখের বিচিত্র দৈবকৰ্ম্মে উদরান্নসংস্থানের যথেষ্ট অবসর পাইতেন । বৈশাখ ফুলের মাস। তখন ধনি-দরিদ্রনিৰ্ব্বিশেষে প্রত্যেকেরই বাড়ীতে কিছু-নাকিছু ফুল ফুটয় পল্লী প্রকৃতির প্রসাধন সম্পন্ন করিত । মনে পড়ে গন্ধরাজ, মল্লিক, বেল, সন্ধ্যামালিকা, জাতি, যুর্থী, টগর, কুন্দ, রঙ্গণ, শ্বেত-রক্তপাত করবার এবং বিচিত্র চম্পককুমুমের সম্মিলিত স্নিগ্ধ মধুর গন্ধে সমস্ত গ্রাম সৌরভান্বিত হইয়া উঠিত । শাস্ত্রে বৈশাখমাসে দেবোদেশে পুষ্পদানের অভ্যন্ত মহিম। কীৰ্ত্তিত হইয়াছে । বিশেষত ভগবন্ধুদ্দেশে নিবেদন না করিয়া পুম্পেয় ঘ্ৰাণ লষ্টতে শাস্ত্রের নিষেধ। যে ফুল ফুটিল, কিন্তু ভগবচ্চরণলাভের সৌভাগ্যগৰ্ব্ব করিতে পারিল না, তাহার জন্ম বৃথা ; নিৰ্ম্মাল্য ব্যতীত সেই বৃথা ফুলের আগ্রাণ লইলে কমলার করুণা হইতে ও বঞ্চিত হুইবার আশঙ্কাঞ্চ থাকায় জ্ঞানী গ্রামজনের প্রত্যুষে প্ৰাত:কৃত্য-সমাপনান্তে শুদ্ধভাবে সাজী লইয়া পুষ্পচয়নে বাহির হইতেন । পরে সংগৃহীত কুসুমরাশি গ্রামের প্রতি দেবালয়ে ভাগ করিয়া দিতেন । যাহাদের আহ্লিক কৃত্যে পুষ্প-বিবপত্রের প্রয়োজন श्ङ, उँींशद्र! निtछद्र छछ s नक्ष्॰ब ब्राषिতেন। প্রতি ব্রাহ্মণেরই বাড়ীতে বিষ্ণু প্রতিষ্ঠিত আছেন, সুতরাং ব্রাহ্মণভবনমাত্রেই তখন ফুলের ভাণ্ডার হইয়া উঠিত । কিন্তু সকল ব্রাহ্মণের গৃহে শূদ্রচিত পুষ্প পূজায় ব্যবহৃত হয় না, তাহারা সেই পুষ্পে মন্দির এবং বেfদ সাঞ্জাইতেন । -رد চৌর্য্যকৰ্ম্ম সকল অবস্থাতেই দোষাবহ – ঘৃণাৰ্ছ ; কিন্তু দেবোদেশে কুক্ষমাপহরণে পাপভাগী হইতে হয় না, শাস্ত্রবিধি থাকায় অনেক সময় নিদ্রিত গৃহবাসীর স্বগৃহপ্রতিষ্ঠিত দেবর্চিনার বা কাম্যপূজার ফুল অপহরণপূর্বক দেবোদেশে দান করিয়৷ পুণ্যবৃত্ত্বি চরিতার্থ করিতে অনেকে দ্বিধা বোধ করেন না । বলা বাহুল্য, সেই অবস্থায় অনেক সময় পরের বাগান-লুণ্ঠন শেষ করিয়া নিজের সম্ম পালিত বাগানটিকে নিতান্তই কুমুমনির্ধন দেখিয়া পুষ্পচোরকে মৰ্ম্মাহুত হইতে হুইভ । বালক-বালিকারা এই সময়ে ফুলের খেলায় মাতিয়া উঠিত । তাছাদের কেহ কেহ প্রবীণগণের অনুকরণে প্রাতঃস্নানাদি করিয়া পুষ্পচয়নপূর্বক দেবমন্দিরে দান করিয়া আননাবোধ কল্পিত ; অনেকে

  • লক্ষ্মীর উক্তি—চিরং স্নাত ক্ৰতং ভুঙক্তে পুষ্পং প্রাপ্য ন জিয়তি ।

८य्) न श्fंश्च६ चिङ्ग१ त्रgt९ त्रिष्नद्ध६ श्र b cष विश्नः ॥