পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম-সংখ্যা । ] অtশুর প্রবেশ । ( শ্যামামুন্দরীর পায়ের কাছে একটি গিনি রাখিয়া আশুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম ) শ্যামা । ( স্বগত ) এ যে প্রণামী দিয়ে প্রণাম করলে গো ! এ ত শেকৃহ্যাও করে না ! বাচালে ! লক্ষ্মী ছেলে ! কেমন ধুতিচাদর পরে এসেছে ! আশু । মাতাজি, আমাকে যে আপনি দশন দেবেন, এ আমি আশা করিনি ! ৰড় অনুগ্রহ করেচেন ! শু্যামা ! ( সস্নেহে সপুলকে ) কেন বাবা, তুমি আমার ছেলের মত, তোমাকে দেখা দিতে দোষ কি ! আশু । স্নেহ রাখবেন । আশীৰ্ব্বাদ করবেন, এই অনুগ্রহ থেকে কখনো বঞ্চিত न शहे ! হ্যামা । বাবা, তোমার কথা শুনে আমার কান জুড়ালো—আমি নিশ্চয় অনেক তপস্ত করেছিলেম, তাই-— আশু । মাতাজি, আপনি তপস্তার দ্বারা, ষে নিরুপমা-সম্পদ লাভ করেচেন, আমাকে তায়-- শুীমা ! তোমাকে দেবার জন্তেই ত প্রস্তুত হয়ে এসেচি। অনেক সন্ধান কোরে যোগাপাত্র পেয়েছি—এখন দিতে পারলেই ত নিশ্চিন্তু হুই । আশু । ( স্তামার পদধূলি লইয়া) মাতাজি, আমাকে কৃতাৰ্থ করলেন—এত সহজেই যে ফললাভ করব, এ আমি স্বপ্নেও জানুতুম না । বলীকরণ। లyq তামা। বল কি বাবা, তোমার আগ্রহ যত, আমার আগ্রহ তার চেয়ে বেশি ! আশু । তা হ’লে যে কামনা কোরে এসেছিলেম, আজ কি তার কিছু পরিচয়— শু্যাম । পরিচয় হবে বৈ কি বাবা, আমার তাতে কোন আপত্তি নেই— আশু । আপত্তি নেই মাতাজি ? শুনে বড় আরাম পেলেম— & শু্যামা । দেখাশুনা সমস্তই হবে বাবা, আগে কিছু খেয়ে নাও ! আশু । আবার খাওয়া ! আমাকে যথার্থ জননীর মতই দেখালেন ! শু্যাম । তুমিও আমাকে মার মতই দেখবে, এই আমার প্রাণের ইচ্ছা—আমার ত ছেলে নেই, তুমিই আমার ছেলের মত থাকৃবে । আহাৰ্য্য লইয়া ভূত্যের প্রবেশ। আশু । করেচেন কি ? এত আয়োজন ? শু্যাম । আয়োজন আর কি করলেম ? আজই ঠিক আসতে পারবে কি না, মনে একটু সন্দেহ ছিল, তাই - আশু । সন্দেহ ছিল ? আপনি কি জানতেন, আমি আস্ব ? খাম। তা জানতেম বৈ কি। আগু । ( আত্মগত ) কি আশ্চৰ্য্য ! আমাকে না জেনেই আমার জন্তে পূৰ্ব্ব হতেই অপেক্ষা করছিলেন ? তবু অন্নদা যোগবলে বিশ্বাস করে না ! তাকে বল্পে বোধ হয় ঠাট্টা করেই উড়িয়ে দেবে ! ( আহারে প্রবৃত্ত ) আপনি স্নেহ