পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8సిe বঙ্গদশন ৷ [ মাঘ । ধন-নিৰ্ঘোষে বিরহশয়নে গোপনে কামিনী যবে, দীর্ঘ যামিনী জাগিয়া জাগিয়৷ কাদিয়া ক্লাস্ত হবে,— ওগো সুন্দর । নামিয়ে তখন উজ্জল দেশ হ'তে,— আমারে লইয়ে। অামারে লইয়ে৷ তুলিয়া তোমার রথে । ওগো স্বলদর ! শারদ-রজনী শুচি শশিরুচি বেশে, আপনার রূপে স্মিত-বিস্মিত দাড়াবে আকাশে এসে । তরুর তলায় ঝরিবে হেলায় শেফালি-পুষ্প-রাশি, জগদম্বিক নর-নারী-মুখে ফুটাবে মধুর হাসি,— ওগো সুন্দর ! নামিয়ে তখন উজ্জল দেশ হ'তে, আমার আশ্র মুছায়ে আমারে লইয়ে তোমার রথে ! শ্ৰীনরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য।