পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভরদ্বাজ গোত্র সিংহ-বংশ । উত্তররাষ্ট্রীক্স ক1ৱস্থ-কাও خtنيGR জঙ্গলীপ্রিয়া সীতাদেবীর নিকট হইতে বিদায় হইয়া গিয়া জেলা মালদহের অন্তর্গত একটা জঙ্গলের মধ্যে তপস্ত আরম্ভ করেন। একদা গৌড়েশ্বর (ণেসেন সাহ) মৃগয়া উপলক্ষে ৰনমধ্যে গিয়া একটা মুন্দরী রমণীর রূপে আকৃষ্ট হইয়া তথায় উপস্থিত হইয়া নারীবেশে একটি পুরুষকে দেখিতে পাইলেন। জিজ্ঞাসা করিলে, তিনি নিজেকে স্ত্রীলোক বলিয়া পরিচয় দিলেন। তখন একটি স্ত্রীলোক আনিয়া পরীক্ষা করিয়া জানিতে পারলেন উক্ত ব্যক্তি প্রকৃতই স্ত্রী। গৌড়েশ্বর আশ্চৰ্য্যান্বিত হইয়া ব্যাপার কি জানিতে চাহিলে— “রাজা বোলে তপস্বিনী তুমি নারী না পুরুষ। জঙ্গলী বোলে নারী আমি ন হই পুরুষ ॥ নারী জনে নারী দেখে পুরুযে পুরুষ। কারে কোন কালে আমি না কহি পক্লষ ॥ সজ্জনে আমারে নারী দেখে সৰ্ব্বক্ষণ । মা, মা, বলিয়া মোরে করে সম্ভীষণ ॥ পুরুষে পাইলা মোরে দেখয়ে প্রকৃতি । মন দুষ্ট হৈলে দেখে পুরুষ আকৃতি ॥” রাজা মাতৃ-সম্বোধন করিয়া জঙ্গলীর পদপ্রান্তে পতিত হইলেন। জঙ্গলীপ্রিয় তাহাকে কৃপা করিলেন । রাজা উক্ত বন মধ্যে একটা দেবালয় নিৰ্ম্মাণ করিয়া দিলেন। জঙ্গলীপ্রিয়া তথায় বিগ্রহসেব স্থাপন করিলেন। উক্ত স্থান জঙ্গলী-টোটা নামে এখনও খ্যাত রহিয়াছে। শিষ্যমুণি ষ্য ক্রমে এখন উক্ত সেবা চলিয়া আসিতেছে। নন্দরামসিংহ বা নন্দিনপ্রিয়া সীতাদেবীর নিকট হইতে বিদায় হইয়া নান দেশ পরিভ্রমণ করিয়া বরেন্দ্রভূমে তুলসীগঙ্গা নদীতটে অবস্থান করিয়া তপস্যা কেিত লাগিলেন। উক্ত স্থান পূৰ্ব্বে রাজসাহী জেলার অন্তর্গত ছিল। এক্ষণে বগুড়া জোর অন্তর্গত হইয়াছে। ইষ্টারণ বেঙ্গল েলওয়ের আক্কেলপুর ষ্টেসন হইতে প্রায় ৫ মাইল পূৰ্ব্বে অবস্থিত। একদা রাত্রিকালে স্বপ্নাদেশ পাইয়া তিনি প্রত্যুষে নদীতটে গমন করেন এবং তথয় শ্ৰীশ্ৰীগোপাললাল ঠাকুরের ও তৎসহ শ্ৰীমতীর এবং অষ্ট সর্থীর ঐঘিগ্রহ প্রাপ্ত হন। ঐধিগ্রহ গুলি প্রাপ্তবয়স্ক পুরুষ ও স্ত্রীলোকের মত পূর্ণ অবয়বৰিষ্টি। নদরা ঐ গুলির অঙ্গরাগ করাইল বহু যত্ন সেবা প্রকাশ কমিলেন। উক্ত স্থানের জমিদার তাহিরপুর রাজবংশের পূর্ব পুরুষগণ নদরাম সিংগক দেবমন্দির নিৰ্ম্মাণ ও দেবসেবা পরিচা ন জন্ত গ্রামটা নিষ্কর দান করেন। তদবধি গ্রামটার” নাম হল গোপালপুর । তথায় মন্দির ও পুষ্করিণী ইত্যাদি নিৰ্ম্ম করিয়া মন্দরাম সিংহ দেবসেৰ পরিচালন করিতে লাগিলেন। উক্ত স্থানটা নদী সমীপ ছিল একদা বক্তার ਾਂ একটা সখী মূৰ্ত্তি ভাগিল ৰাওয়ার নাম উক্ত গোপীনাথপুরে বাস ত্যাগ করিয়া তা হত্যুে প্রায় ১ মাইল দক্ষিণপূৰ্ব্বে গোপালপুরে গিয়া বাস করিলেন ও তথা দেবসেবা পরিচালন করিতে লাগিলেন ।