পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o/* 를 ১ম ও ২য় খণ্ড এই সমাজের কুলীন-ঘরের পরিচয়জ্ঞাপক বলিয়া উত্তররাষ্ট্ৰীয় সমাজে বেরূপ সমাদৃত হইয়াছ, হয়ত এই ৩য় খণ্ড তাহদের নিকট সেরূপ আদরণীয় না হইতে পারে, স্থি ঐতিহাসিকের নিকট এই খণ্ড সমধিক মূল্যবান ও সমাদরের যোগ্য হইবে সন্দেহ নাই। এই খণ্ডে মিত্রবংশ প্রসঙ্গে বঙ্গাধিকারিগণের বিবরণ, কাশুপ দত্তবংশ প্রসঙ্গে গৌড়েশ্বর গণেশ দত্ত থানের প্রকৃত ইতিহাস, কেশদত্ত, বিষ্ণুদত্ত ও থাকদত্তের বংশপরিচয়, এবং কাশুপ দাসবংশ প্রসঙ্গে রাজা সীতারামের বংশপরিচয় ও বীরকাহিনী বর্ণিত হইয়াছে, সুতরাং কেবল উত্তররাঢ়ীয় কায়স্থ-সমাজ বলিয়া নহে, এই খণ্ড সম্বন্ধে সমগ্র বঙ্গবাসীর মনোযোগ আহবান করিতেছি। দত্তবংশের ইতিহাস হইতে আমরা দেশ বুঝিতে পারি যে গোঁড়বঙ্গের অধিকাংশ স্থানই এক সময় দত্তবংশে শাসনাধীন ছিল । রাজা গণেশের ত কথাই নাই। তিনি সমস্ত গৌড়বঙ্গের একচ্ছত্র অধীশ্বর হইয়াছিলেন । তাহার বংশ মুসলমান ও পরে তাহদের রাজ্য লোপ হইলেও পাঠানরাজত্বকালে রাজা বিষ্ণুদত্ত ও তাহার পরবর্তী বংশধরগণ হিমালয়ের তরাই হইতে সঙ্গা ও পদ্মার উত্তরকুল পৰ্য্যন্ত এবং বিষ্ণুদত্তের ভ্রাতা কেশদত্তের বংশধরগণ উত্তরে গঙ্গ ও পদ্মা হইতে দক্ষিণে সমুদ্রকুল পর্য্যন্ত এবং পশ্চিমে বেহার সীমা হইতে সমগ্র ভাগলপুর জেলা থাকদত্ত ও তাহার বংশধরগণ কানুনগোরূপে শাসনদণ্ড পরিচালিত করিতেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যথার্থ ই বলিয়াছেন, “খুঃ ৫০০ হইতে ৬• ০এর মধ্যে ... দেখা যায় বৃদ্ধ কায়স্থ ও কায়স্থগণের অনুমতি ভিন্ন কেহ একটুকুও জমি গ্রামের মধ্যে পাইতে পারিত না ।” সেই সুদূর অতীতকাল বলিয়া নহে, খৃষ্টীয় ১৮শ শতক অর্থাৎ ইংরাজাধিকারের প্রাক্কালে বঙ্গাধিকারিগণের কর্তৃত্বকাল পর্য্যন্ত কায়স্থের সেই সনাতন অধিকার বলবৎ ছিল । বলিতে কি ইংরাজাধিকারে দুঙ্গাধিকারী ও কানুনগো পদ উঠিয়৷ গেলে সঙ্গে সঙ্গে কায়স্থ-সমাজের অবস্থা বিপৰ্য্যয় হইতে আরম্ভ হইয়াছে। ১ম ও ২য় খণ্ড মুদ্রণকালে সিংহ, ঘোষ ও দাসবংশের যে সকল ঘরের সম্পূর্ণ বংশাবলি যথাকালে আমাদের হস্তগত না হওয়ায় প্রকাশিত হয় নাই, তাহদের মধ্যে কাহারও কাহারও বংশলতা পৃথক্ পরিশিষ্ট খণ্ডে প্রকাশ করিবার ইচ্ছা আছে। প্রকাশিত ৩ খণ্ড পুস্তক পাঠ করিয়া ইহার মধ্যে ক্রটি ও ভ্রমপ্রমাদ পাইলে তাহ জানাইবার জন্ত সৰ্ব্বসাধারণকে অনুরোধ করিতেছি। সেই সকল ক্রটি বা ভ্রম পরিশিষ্ট খণ্ডে বা দ্বিতীয় সংস্করণে সংশোধন করিবার ইচ্ছা রছিল । পরিশিষ্টে যাহাদের বংশলতা প্রকাশিত হইবে, তাহদের প্রত্যেককেই উপযুক্ত ভাবে অর্থসাহায্য করিবার জন্ত অনুরোধ করিতেছি। যাহাঁদের ৈসাহায্যে আমি আজ উত্তররাঢ়ীয় কায়স্থ-সমাজের সম্পূর্ণ ইতিহাস প্রকাশে সমর্থ হইয়াছি, তাহদের প্র ্যেককেই আমি অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি, তন্মধ্যে অশেষ সন্মান ভাজন দিনাজপুরাধীশ মহারাজ জগদীশনাথ রায় বাহাদুর সাহিত্য-পরিষৎ-পত্রিক, স পতির অভিভাষণ, ১৩৩৬ সাল, ২০ পৃষ্ঠ দ্রষ্টব্য