পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যষ্ঠ পরিচ্ছেদ ,为》冷 ছিলেন এবং গৌড়েশ্বর ধর্মপালদেব কর্তৃক তিনি রাজচ্যুত হইলে, বসরাজের পুত্র দ্বিতীয় নাগভট র্তাহার স্বপক্ষে ধৰ্ম্মপালের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়াছিলেন। পরে যথাস্থানে ধৰ্ম্মপালদেবের সহিত দ্বিতীয় নাগভটের যুদ্ধের বিবরণের মধ্যে ইন্দ্রীযুধের পরিচয় প্রদত্ত হইবে। গুজ্জ্বর-প্রতিহার বংশের অনুগ্রহীত ইঙ্গাযুদ্ধ যখন ৭৮৩ খৃষ্টাৰে কাণাকুজের সিংহাসনে আসীন ছিলেন, তখন বৎসরাজ কর্তৃক ভত্তির বংশের অধিকার লোপ নিশ্চয়ই ঐ সময়ের পূৰ্ব্বে ঘটিয়াছিল। এই প্রমাণের উপরে নির্ভর করিয়া বলা যাইতে পারে যে, বৎসরাজ কর্তৃক ৭৮৩ খৃষ্টাব্দের পূর্বে গৌড়বঙ্গ বিজিত হইয়াছিল। প্রথম কৃষ্ণরাজের দ্বিতীয় পুত্র রাষ্ট্ৰকুট-বংশীয় প্রথম সম্রাট এবধারাবর্ষ ৭০৪ শকাব্দ হইতে ৭১৬ শকাব্দের মধ্যে কিয়ংকাল মান্তখেতের সিংহাসনে আসীন ছিলেন। অতএব এই একাদশবর্ষের মধ্যে গুজ্জাররাজ বৎসরাজ তৎকৰ্ত্তক পরাজিত হইয়াছিলেন। এবধারাবর্ষের রাজ্যকাল হইতে রাষ্ট্ৰকুট-সাম্রাজ্যের উন্নতির সময় আরদ্ধ হইয়াছিল । তিনি র্তাহার জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিতীয় গোবিন্দকে সিংহাসনচ্যুত করিয়া রাষ্ট্ৰকুট-রাজ্যের অধিকার লাভ করিয়াছিলেন” । তিনি দক্ষিণাপথে গঙ্গবংশীয় রাজগণকে পরাজিত করিয়া কাঞ্চীনগরের অধিপতি পল্লব-বংশীয় রাজীকে পরাজিত করিয়াছিলেন" । কথিত আছে যে, এব কৌশল দেশের রাজচ্ছত্র অধিকার (৪৫) জ্যেষ্ঠ্যেঙ্গ,ংঘনজতিয়াপ্যমলয়ালক্ষ্য সমেতোপি সং যোভূমিষ্ম লমগুলস্থিতিযুতে দোষাকরো ন কচিৎ ৷ কঃধিস্থিতদানসস্তুতিভূতো ষান্তদানাধিকং দানং বীক্ষ্য স্কুলজ্জিতা ইব দিশাং প্রাস্তে স্থিতা দিগগজা: ॥৫ -Radhanpur Grant of Govinda III-Epigraphia Indica, Vol. VI, p. 243. {৪৬) অজৈনজাতুবিজিতং গুরুশক্তিসারমাক্রান্তর্ভূতলমনন্য সমানমনিং। যেনেহ বদ্ধমলোক্য চিরায় গঙ্গং দূরম্ স্বনিগ্রহভিয়েব কলিং প্রযাত ॥৬ একত্রাত্মবলেন বারিনিধিনাপন্যত্র রুদ্ধা ঘনং নিকৃষ্টাসিতটোতেন বিহরদ, গ্রাহাতির্তীমেন চ। । মাতঙ্গানু মদবারিনিঝরমুচ: প্রাপ্যানতাং পল্লবাৎ . * তচ্চিত্ৰং মলেশমপ্যহুদিনং য স্পষ্টবান ন কচিং ॥৭ * . —Radhanpur Grant of Govinda III-Epigraphia Indica, vol. VI, p. 243. -