পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ t'); অমোম্ববর্ষের এই অপ্রকাশিত তাম্রশাসন হইতে আরও অবগত হওয়া যায় যে, তৃতীয় গোবিন্দ যখন দিগ্বিজয় উপলক্ষে হিমালয় গমন করিয়াছিলেন তখন ধৰ্ম্ম ও চক্রায়ুধ নামক নরপতিদ্বয় স্বেচ্ছায় তাহার নিকট আসিয়া নতশীর্ষ হইয়াছিলেন । ভাগলপুরে আবিষ্কৃত নারায়ণপালের তাম্রশাসন হইতে অবগত হওয়া ধায় যে, ধৰ্ম্মপালদেৰ ইস্রায়ুধ নামক কোন রাজার নিকট হইতে কান্তকুজ গ্রহণ করিয়া চক্রায়ুধ নামক অপর একজন রাজাকে প্রদান করিয়াছিলেনও৮। অতএব প্রথম অমোঘবর্ষের অপ্রকাশিত তাম্রশাসনের ধৰ্ম্ম ও চক্রাযুদ্ধ, গৌড়েশ্বর ধৰ্ম্মপালদেব ও কান্তকুজরাজ চক্রায়ুধ অভিন্ন । পূর্বে লিখিত হইয়াছে, অমোঘবর্ষের অপ্রকাশিত তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, তৎকর্তৃক গুজ্জর-প্রতীছার-বংশীয় জনৈক রাজা পরাজিত হইয়াছিলেন এবং সেই রাজাই দ্বিতীয় নাগভট । সাগরতলে আবিষ্কৃত দ্বিতীয় নাগভটের পুত্র প্রথম ভোজদেবের শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, নাগভট পরাশ্রয়কৃত স্ফুটনীচভাব’ চক্রয়ুধ নামক একজন রাজাকে পরাজিত করিয়াছিলেন এবং বঙ্গদেশের নরপতিকেও পরাস্ত করিয়াছিলেন ১৯ । তৃতীয় গোবিন্দ যখন দিগ্বিজয় উপলক্ষে হিমালয়ে আলিয়াছিলেন, তখন ধৰ্ম্মপাল ও চক্রায়ুধ কি কারণে সেচ্ছায় উহার সমীপে গমন করিয়া নতশীর্ষ হইয়াছিলেন, তাহ বিবেচ্য। প্রথম অমোঘবর্ষের অপ্রকাশিত তাম্রশাসন হইতে অবগত হওয়া গিয়াছে ষে, তৃতীয় গোবিন্দ কর্তৃক দ্বিতীয় নাগভট পরাজিত হইলে, ধৰ্ম্ম ৪ চক্রায়ুধ গোবিন্দের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। ইহা হইতে স্পষ্ট প্রমাণ হইতেছে যে, দ্বিতীয় নাগভট কর্তৃক পরাজিত হইয়া, উপায়ান্তর না দেখিয়া গৌড়েশ্বর ধৰ্ম্মপাল ও কান্তকুজরাজ চক্রায়ুধ, গুর্জর-বিজয়ী তৃতীয় গোবিন্দের (৬৭) হিমবৎপৰ্ব্বতনিঝরান্থ-তুরগৈঃ পীতঞ্চ গাঢ়ঙ্গজৈৰ্ধনিতং মজনু তুষ্টকদ্বিগুণিতং ভূয়োপি তৎকদরে। স্বয়মেবোপনতে চ যন্ত মহডকোঁ মৰ্ম্মচক্রায়ুধেী হিমবান কীৰ্ত্তিস্বরূপতাযুগতস্তং কীৰ্ত্তিনারায়ণঃ। ২৩ ৷ —Ibid. (৬৮) জিত্বেস্ত্ররাজপ্রভূতীমরাতীমুপার্জিত যেন মহোদয়ন্ত্র: - দত্বা পুনঃ সা বলিনার্থয়িত্রে চক্রায়ুধায়ানতি-বামনায়। ও । —গৌড়লেখমালা, পৃঃ ৫৭ ৷ SAAAAAAAS DDBBHHHB BDDB BBBBBBB BBBBBBBSBBBBDS जिषा नब्रांथंब्रझड-ऋ*मौञ्छांवर 5जगंदूथर विनङ्गनड-दशू6ींद्रांथ९ ॥ २ ॥ —Annual Report, Archaeological Survey, 1903-4, p. 281.