পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালীর ইতিহাস שלא —পঞ্চগোত্রীয় এই পঞ্চব্রাহ্মণ র্যাহার যজ্ঞ করিতে আসেন, তিনি প্রথম আদিশূর।” 一宁 این دهان (৫) “সারস্বত, কান্যকুঞ্জ, গৌড়, মৈথিল ও উৎকলদিগের বাসভূমিই পঞ্চগৌড় । এরূপ স্থলে কান্যকুজও গোঁড়াধিপের অধিকারভুক্ত হইয়াছিল। খুব সম্ভব তিনিই শুরবংশমধ্যে প্রথম পঞ্চগৌড়ের অধীশ্বর হইয়াছিলেন বলিয়া পরবর্তী কালে আদিশূর নামেই প্রসিদ্ধ হইয়াছিলেন। : (৬) “ভগবান, বিষ্ণু যেমন বরাহ অবতারে জল হইতে পৃথিবী উদ্ধার করেন, ভোজদেবও সেইরূপ পৈতৃক সাম্রাজ্য উদ্ধার করিয়া আদিবরাহ, উপাধি ধারণ করেন। উত্তররাঢ়ীয় কায়স্থ-কুলগ্রন্থে ইনিই কান্যকুজাধিপ আদিশূর বলিয়া পরিচিত হইয়াছেন ।” t (৭) “মহারাজ যশোবর্শার প্রেরণায় গৌড়মগুলের যে সকল ব্রাহ্মণ কায়স্থ বৈদিক ধৰ্ম্মপ্রচারে মনোযোগী হইয়াছিলেন, আদিশূরের পিতা মাধবকে আমার র্তাহাঙ্গের অন্যতম মনে করি –পূ: ১০৮। (৮) "পূৰ্ব্বেই বলিয়াছে যে আদিশূরের যজ্ঞ করিবার জন্য ৬৫৪ শকে পঞ্চ সাগ্নিক ব্রাহ্মণ আগমন করেন। এ সময়ে আদিশূরের সভায় ব্রাহ্মণসহ কায়স্থগণের আগমনের কথাও কোন কোন গ্রন্থে বিবৃত হইয়াছে ; কিন্তু হরিমিশ্র, বাচস্পতিমশ্র, মহেশমিশ্র, খামচতুরানন প্রভৃতির প্রাচীন ও প্রামাণ্য গ্রন্থসমূহে কোথাও এ কথা লিখিত হয় নাই ।”—পূঃ ১১২ ৷ একই ব্যক্তির রচিত একই গ্রন্থে প্রকাশিত মতগুলি পরস্পরের বিরোধী । ৬৫৪ অথবা ৬৬৮ শকে ব্রাহ্মণ আগমন এবং পঞ্চ গৌড়ে আদিশূরের সাম্রাজ্য স্থাপন ‘বঙ্গের জাতীয় ইতিহাস’ নামক গ্রন্থমালার মূলমন্ত্র। এই মত প্রতিষ্ঠ করিবার জন্য শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্থ মহাশয়কে বহু কুলগ্রন্থের অবতারণা করিতে হইয়াছে; কিন্তু অবতারণাকালে উক্তিসমূহে পরস্পরের সামঞ্জস্য রক্ষিত হয় নাই। যে আদিশূর ৬৫৪ শকাব্দে সম্রাট পদবী লাভ করিয়াছিলেন, তিনি কখনই ভোজদেব হইতে পারেন না ; কারণ; গুজ্জর প্রতীহরিবংশীয় ভোজফেব নবম শতাব্দীর দ্বিতীয় পদে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । মহাশয় গ্রন্থমধ্যে ইঙ্গিতে একাধিক আদিশূরের অস্তিত্ব স্বীকার করিয়াছেন বটে, কিন্তু অ্যাবধি ইতিহাসে শূরবংশে আদিশূর নাম কিম্বা উপাধীধারী দুইজন রাজার অস্তিত্বের কথার উল্লেখ পাওয়া যায় নাই । কান্তকুজ-রাজ যশোবর্ধার রাজ্যকালে আদিশূরের সাম্রাজ্য স্থাপিত হইয়াছিল, ‘বঙ্গের জাতীয় ইতিহাসে বহুজ মহাশয় ইহাই প্রতিপন্ন করিবার চেষ্টা করিয়াছেন । . কিন্তু যশোবর্ধার রাজত্বকালে কোন, গৌড়েশ্বর কান্তকুজ বিজয় বা অধিকার করিয়াছিলেন, ইহা ঐতিহাসিক সত্যরূপে গৃহীত হইতে পারে না। বস্তুতঃ শশাঙ্ক