পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ **。 মগধ ও পীঠীর অধিপতি ভীমযশ: রামচরিত্যের টীকায় “কান্যকুঞ্জরাজবাজিনীগঠনভূজঙ্গ" উপাধিতে ভূষিত হইয়াছিলেনং৬। সম্ভবত: কন্যকুজরাজ তৎকর্তৃক পরাজিত হইয়াছিলেন । এই সময়ে কোন বংশের কোন রাজা কান্যকুজের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, তাহ অদ্যাপি নির্ণত হয় নাই। প্ৰতীহারবংশীয় ত্রিলোচনপালের পরে চেদিবংশীয় কর্ণদেব বোধ হয়, কিয়ৎকাল কান্যকুক্ত অধিকার করিয়াছিলেন ; কারণ গাহডবালবংশীয় গেবিন্দচঞ্জদেবের একখানি তাম্রশাসনে লিখিত আছে যে, ভোজদেব ও কর্ণদেবের পরে চন্দ্রদেব পৃথিবীর অধীশ্বর হইয়াছিলেন ২৭ ৷ গাহডবালবংশীয় চন্দ্রদেব খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষপাদে আবির্ভূত হইয়াছিলেন । তৎপূৰ্ব্বে বোধ হয়, কর্ণদেবের পুত্ৰ যশ:কর্ণদেব কান্তকুঞ্জের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ; কারণ, যশ:কর্ণদেবের পুত্রবধু আহ্নণ দেীর ভেড়াঘাটের শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে যশ:কর্ণ চম্পারণ্য বিদারণ করিয়াছিলেন২শ । চম্পারণ্য মিথিলার পশ্চিমে অবস্থিত, ইহার বর্তমান নাম চম্পারণ৩o । সম্ভবতঃ যশ:কর্ণ ভৗমযশ কর্তৃক চম্পারণ্যের যুদ্ধে পরাজিত হইয়াছিলেন এবং সে সময়ে তিনি কান্তকুন্ডের অধিপতি ছিলেন । পীঠ৷ দক্ষিণ মগধের প্রাচীন নাম । মথনদেবের দৌহিত্রী কান্তকুঞ্জ-রাজ গোবিন্দচন্দ্রের পত্নী কুমরদেবীর শিলালিপির পাঠোদ্ধারকালে ডাক্তার কোনো ( Sten Konow ) অকুমান করিয়াছিলেন যে, পীঠ মান্দ্রাজ-প্রদেশে অবস্থিত পিষ্টপুরমের প্রাচীন নাম৩১ । কিন্তু খৃষ্টীয় একাদশ শতাব্দীর চতুর্থ পাদে, একই ব্যক্তির মগধ ও দক্ষিণাত্যের নগরবিশেষের অধিপতি হওয়া অসম্ভব । ‘রাম-চরিতে’র আরি একস্থানে পীঠর উল্লেখ আছে। দ্বিতীয় পরিচ্ছেদের অষ্টম শ্লোকের টীকায় (২৬) রামচরিত, ২৫, টাকা । (**) Indian Antiqary, 1917, vol. XLV. p. 103. (**) Epigraphia Indica, vol, IX. p. 304. (২১) চম্পারণ্যবিদারণো গত্যশ:শুভ্রংগুন ভাসয় স্নাশাচক্রমবক্রভাবহৃদয়ঃ হ্মপালচূড়ামণি, । ১৪ —ce stati* ftnff* , Epigraphia Indica, vol. II, p. II. (**) V.A. Smith—Catalogue of Coins in the Indian Museum vol. I. pp. 282. 2.93. • (•») Epigraphia Indica, vol. IX, p. 329.