পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ శి$3 “মহারাজাধিরাজ পরমেশ্বরপরমভট্টারক পরমসৌগতন্ত্রমভ্ৰামপালদেবপ্রবর্থমানবিজয়রাজ্যে পঞ্চদশমে সম্বৎসরে অভিলিখ্যমানে যত্রাঙ্কেনাপি সম্বং ১৫ বৈশাক্ষ দিনে কৃষ্ণ সপ্তমাং ৭ অস্তি মগধবিষয়ে স্ত্রনালন্দাবস্থিত লেখক গ্রহণকুণ্ডেন ভট্টারিক প্রজ্ঞাপারমিত লিখিত ইতি”৮ম । রামপালদেবের ৪২শ রাজ্যান্ধে রাজগৃহবিনির্গত এত্রহাগ্রামবাসী বণিক সাধুসহরণ একটি বোধিসত্ত্বমূৰ্ত্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন।৮২। এই মুক্তিটি পাটনাজেলার গিরিয়েক পর্বতের নিকটে চণ্ডীমে গ্রামে আবিষ্কৃত হইয়াছিল৮৩ । এবং ইহা এক্ষণে কলিকাতার চিত্রশালায় রক্ষিত আছে। সন্ধ্যাকরনদীবিরচিত রামচরিত আবিষ্কত হইবার পূর্বে রামপালদেবের রাজত্বকালের কোন ঘটনাই বিদিত ছিল না। ডাক্তার ভিনিস (Dr. A. Venis ) রামপালের মধ্যম পুত্র কুমারপালের মন্ত্রী, কামরূপরাজ বৈদ্যদেবের তাম্রশাসন সম্পাদনকালে রামপালের রাজত্বকালের ঘটনাসমূহে বিবরণের অভাব অনুভব করিয়াছিলেন । রামচরিত আবিষ্কৃত হইয়া প্রকাশিত হইবার পরে রামপালদেবের রাজত্বকাল নির্ণয় এবং সেই সময়ের ঘটনাবলীর বিবরণ সংগ্রহ করা সম্ভব হইয়াছে । রামচরিত’ মহামহোপাধ্যায় ঐযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৮৯৭ খৃষ্টাবে নেপালে আবিষ্কৃত হইয়াছিল। ১৯০০ খ-দ্রাদে শাস্ত্রী মহাশয় এসিয়াটাক সোসইটির কার্য্য-বিবরণীতে ‘রামচরিতে’র সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করিয়া ছিলেন । শাস্ত্রী মহাশয় নেপাল হইতে সম্পূর্ণ মূলগ্রন্থ এবং প্রায় অৰ্দ্ধগ্রন্থের টীকা এসিয়াটক সোসাইটার জন্য আনয়ন করিয়াছেন । এই গ্রন্থ এখন কলিকাতার এসিয়াটিক সোসাইটীর পুস্তকাগারে রক্ষিত আছে। ইহার দ্বিতীয় অধায়ের পঞ্চত্রিংশং শ্লোক পৰ্য্যন্ত টীকা আছে । ইহা রাঘব পাণ্ডবীয়ের ন্যায় দ্বাৰ্থবাচক কাব্য। প্রত্যেক শ্লোকের দুইটি টাকা আছে, একটি রামপক্ষে ও (vs) Catalogue of Sanskrit Manuscripts in the Bodelian Libray, Cambridg, vol. II, p. 250. no 1428. (v*) Memoirs of the Asiatic Society of Bengal, vol, ே ** (**) Cunningham's Archaeological Survey Report, vol XI, p 169 (*8) Epigraphia Indica, vol II pp 348-49 (**) Proceedings of the Asiatic Society of Bengal,