পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস অবলম্বন করিয়াছিলেন, এবং সেই জন্তই তিনি গয়ার শিলালিপিতে নরেঞ্জ উপাধিতে অভিহিত হইয়াছেন। গয়া জেলার দক্ষিণ-পূৰ্ব্বাংশের ষে বনময় প্রদেশ এখন হাজারীবাগ নামে পরিচিত সেই প্রদেশে খৃষ্ট্রীয় নবম শতাব্দীর শেষ ভাগ হইতে মানবংশীয় নরপতিগণ রাজ্য করিতেন । এই মানবংশের প্রথম পুরুষ উদয়মান। তিনি খৃষ্ট্ৰীয় নবম শতাব্দীর শেষ ভাগে এই রাজ্যস্থাপন করিয়াছিলেন। উদয়মান ও তাহার দুই ভ্রাতা ত্রধোঁতমান এবং অজিতমান বণিক ছিলেন এবং মগধরাজ আদিসিংহের রাজত্বকালে অযোধ্য হইতে তাম্রলিপ্তি বন্দরে জাসিয়াছিলেন । প্রত্যাবর্তনকালে উদয়মান মগধ রাজ আদিসিংহকে সাহায্য করায় র্তাহার প্রিয়পাত্র হইয়াছিলেন । এই সময়ে উদয়মান আদিসিংহের অনুমতি অনুসারে ভ্রমরশান্মলি গ্রামের অধিপতি হইয়াছিলেন ৯৭ ৷ পাল রাজগণের অভূক্ষয়কালে নিশ্চয়ই র্তাহাদিগের অধীনতা স্বীকার করিতেন। ১০৫৯ শকাবো মগব্রাহ্মণ গঙ্গাধর একটি পুষ্করিণী খনন করিয়াছিলেন, এই পুষ্করিণীর শিলালেখে উল্লিখিত আছে যে, এই সময়ে ( ১১৩৭ খৃষ্টাব্দে ) রুদ্রমান নামক মানবংশীয় একজণ নরপতি মগধের অধিপতি ছিলেন ১৮ । গঙ্গাধরের কুল প্রশস্তিতে বর্ণমান নামক মানবংশীয় রুদ্রমানের পূর্ববর্তী জনৈক মগধেশ্বরের উল্লেখ আছে ৯৯ ৷ বর্ণমান এবং রুদ্রমান সম্ভবতঃ উদয়মানের বংশজাত । মদনলাল গোঁড়নগর হইতে বিজয়সেন কর্তৃক তাড়িত হইলে মানবংশীয় নরপতি গণ সম্ভবতঃ স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন । এই সময়ে গয়ার শাসন-কর্তা বিশ্বাদিত্যের পুত্র যক্ষপালের শীতল মন্দিরের শিলালিপিতেও কোন পাল (>*) Epigraphia Indica, vol. II, pp, 345-47 (৯৮) তদন্তরে মাননরেন্দ্র চন্দ্রমাঃ সরুদ্র মানোজনি যেন ভুভুজ । স্বমেদিনীমণ্ডলমাদিকোলবৎ - বলদিমিত্রাস্তুনিধে সমুদ্ধতং ॥ ২৪ —Ibid, p. 336. (১৯) আণীতে নিজরাজ্যমুজ্জলয়িতুম যত্নাৎ প্রতীতাত্মন - সংবাসায় নরেশ্বরেণ শিবিরোং শ্ৰীবল্প মানেন তেী । তস্তাক্ষৗমবলম্ব্য তৎকুলমিদং ভাভ্যামপি প্রাপিতং কাঞ্চিৎ কোটিমন্থগুরাং গুণন্তুব কীর্তিরীভূতেরপি ॥ ১০

  • . . --Ibird, pp 334