পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

και έν বাঙ্গলার ইতিহাস ইংশের তালিকা "সর্বপ্রথমে নান্তদেবের নাম দেখিতে পাওয়া যায় ২। বার্লিনের প্রাচ্যবিজ্ঞাস্থলীলন সমিতির গ্রন্থাগারে ১৯১৯ শকাগে (১৯৯৭ খৃষ্টাকে ) নান্যদেবের রাজত্বকালে লিখিত একখানি গ্ৰন্থরক্ষিত আছে৩৩ । ইহা হইতেও প্রমাণ হয় যে, মিথিল-রাজ নান্তদেব বিজয়সেনের সমসামরিক ব্যক্তি৩৪ বীর, গোবৰ্দ্ধন বা রাখব নামধের রাজগণের কোন পরিচয় অস্তাবধি জীবিত হয় নাই। তীরভূক্তি বা মিথিলা জয় করিয়া বিজয়সেন জাৰ্য্যাবর্তের পশ্চিমাংশ জয় করিবার জন্ত নৌবিতান প্রেরণ কবিয়ছিলেনও । বোধ হয় পালবংশীয় গৌড়েশ্বরকে । পরাজিত করিয়াছিলেন বলিয়াই কান্তকুজ-রাজ চক্ৰদেৰ অথবা তংপুত্ৰ গোবিন্দচন্দ্র এই সময়ে জার্ধ্যাবর্তের পুর্বভাগ আক্রমণ করিয়াছিলেন। বিজয়সেন শূৰ্ববংশের ছহিত বিলাসদেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন। তাহার পুত্রের নাম বল্লালসেন। বিজয়সেন অনূ্যন পঞ্চত্রিংশ বর্ঘকাল গোঁড়-সিংহাসনে আসীন ছিলেন, কারণ তাহার ৩২শ রাজ্যাঙ্কে সম্পাদিত একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে। খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর প্রারম্ভে বিজয়সেন স্বৰ্গারোহণ করিয়াছিলেন এবং বিলাসদেবীর পূৰ্ব্বজাত উহার পুত্র বল্লালসেন পিতৃরাজ্যের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। দিলেনদেবের একখানি শিলালিপি ও একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে। শিলালিপিখানি পূর্বোক্ত দেবপাড়ার শিলালিপি। ইহা হইতে অবগত হওয়া যায় যে, বিজয়সেন গ্রন্থামেশ্বর নামক শিবলিঙ্গের জন্য একটি বৃহৎ মন্দির নির্মাণ কাইয়াছিলেন এবং তাহার সম্মুখে একটি বৃহৎ হ্রদ খনন করাইয়াছিলেন। রাজশাহী জেলার দেবপাড়া গ্রামে এই বৃহৎ হ্রদতীরে পাষাণনিৰ্ম্মিত প্রহ্লামেশ্বর (*) Bendall's Catalogue of Buddhist Sanskrit Manuscripts in University Library, Cambridge, p. XV. (es) Pischel. Katalog der Bibliothek der Deutschen Morgen Indischen Gessellschaft, vol. II, p. 8. {sa) छूरुजूदग्र वैदूल कांनैsानांक जांब्रनबाण चांभांटक अक्नोहेबांtइनcष, विशबএদেশে ১৯২৩ খুঁজে নানয়নের একখানি শিলালেখ আবিত হইয়াছে। . SSAAAAAS BBBDDBB DB BBBBBBBBBBBBB BBBBBS S BB BBBBBBB BDDDHBBB BBDD BBBBB BBB DDDS ద్యా · • - -Epigraphia Indica, vol. ... p. 309.