পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ go সম্বন্ধীর কতকগুলি জব্য প্রদর্শন করিয়াছিলেন । এই উপলক্ষে মৈত্রের মহাশয় নবাবিষ্কৃত তাম্রশাসনখানি পরিষদে প্রেরণ করিয়াছিলেন। তৎকালে পরিষদের অন্যতম সহকারী সম্পাদক পরমশ্রদ্ধাস্পদ vব্যোমকেশ মুস্তানী মহাশয় আমাকে উহার পাঠোদ্ধারের ভার অর্পণ করিয়াছিলেন। মৈত্রেয় মহাশয়ের অনুমতি অনুসারে উজ্জত পাঠ পরিষদ, পত্রিকায় ও এলিয়াটিক সোসাইটির পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। এই তাম্রশাসনের অনেক অংশ পাঠ করা যায় না এবং ইহা ক্রমশঃ ক্ষয় হইয়া যাইতেছে । যখন ইহা পরিষদে প্রেরিত হইয়াছিল তখন ইহার প্রথম ছত্রের প্রথমাংশে মহারাজাধিরাজ প্রথম কুমার গুপ্তের নাম ছিল, কিন্তু এই অংশে ক্রমশ ক্ষয় হইয়া যাওয়ায় ইহার রক্ষার জন্য পরিষদের কতৃপক্ষগণকে বিশেষ ব্যবস্থা করিতে হইয়াছিল। আট দশ বৎসর পূৰ্ব্বে মৈত্রের মহাশয় ইহা রাজশাহীতে ফিরাইয়া লইয়া গিয়াছেন । এই খোদিতলিপিতে মহারাজাধিরাজ প্রথম কুমারগুপ্তের নাম, শতজয়োদশ গোপ্তাৰ ( ৪৩২ খৃষ্টাৰ }, শিবশৰ্মা ও নাগশর্থ নামক ক্ষুদ্রক গ্রামনিবাসী ব্রাহ্মণজয় এবং মহাখুৰাপার বিষয় নামক প্রদেশের নাম উল্লিখিত আছে। বরাহস্বামী নামক জনৈক বেদজ্ঞ ব্রাহ্মণ এই তাম্রশাসণ দ্বারা কিঞ্চিৎ ভূমি লাভ করিয়াছিলেন এবং ইহা স্থদ্ধেশ্বর দাস কর্তৃক উৎকীর্ণ হুইয়াছিল ৩৮ ৷ এই তাম্রশাসনখানি বর্তমান সময়ে রাজশাহীতে বরেঞ্জ অনুসন্ধান সমিতির চিত্রশালায় রক্ষিত আছে। ১৩২৩ বঙ্গাঙ্গে অধ্যাপক ঐযুক্ত রাধাগোৰিৰ বসাক এই তাম্রশাসনের নবৌদ্ধত পাঠ প্রকাশ করিয়াছেন, আহসারে যে বিষয়ে প্রদত্ত ভূমি অবস্থিত ছিল, তাহার নাম খাটাপার এবং ইহা স্ততেশ্বর দাস কর্তৃক উৎকীর্ণ হইয়াছিল । ১৯৭৯ খৃষ্টাব্দে যুক্তপ্রদেশের ইট জেলায় ভরভিডিছ গ্রামে একটি শিবলিঙ্গ আবিষ্কৃত হইয়াছিল, এই লিজের পাদস্থলে যে খেতিলিপি উৎকীর্ণ অাছে তাহা হইতে অবগত হওয়া যায় ষে ১১৭ গোপ্তাৰে ( ৪৩৬ খৃষ্টাৰে ) মহারাজাধিরাজ প্রথম কুমারগুপ্তের প্রধান কর্মচারী (es) ৰঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিক, ১৬শ ভাগ, পৃঃ ১১২ ; Journal of the Asiatic Society of Bengal, vol. W. 1909. P. 460 (৩৯) সাহিত্য, ১৩২৩ ; পৃ ৮২৭-২৮। এই প্রবন্ধে অধ্যাপক জ্ঞ इीवांट्नांदिन कनांक थांनांऐक्ए ७ॉबचांगप्नद्र श्रृंख्न नां# अंकांनं कञ्चिब्रांटझन ।